<p>দেশে গত এক দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। এই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪৫৮ জন হাসপাতালে ভর্তি হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশের ডেঙ্গু পরিস্থিতির এমন তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।</p> <p>গতকাল সরকারি ছুটি থাকায় বেশির ভাগ হাসপাতাল তাদের তথ্য দেয়নি। এর আগে দুই দিন যথাক্রমে আক্রান্ত হয়েছে এক হাজার ২১৪ ও এক হাজার ৩৪ জন। মৃত্যু হয়েছে ৯ ও পাঁচজনের।</p> <p>চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৮৪ হাজার ৮২৬ জন। এই সময়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৩৮। ডেঙ্গুতে মৃত্যুর এই সংখ্যা দেশে দ্বিতীয় সর্বোচ্চ।</p> <p>গত এক দিনে যে দুজনের মৃত্যু হয়েছে তাদের একজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। অন্যজনের খুলনা বিভাগীয় এলাকার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।</p> <p>স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গতকাল ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ১৮১ জন, ঢাকা বিভাগে ৫৮ জন, ময়মনসিংহ বিভাগে ২২ জন, চট্টগ্রাম বিভাগে ৬২ জন, খুলনা বিভাগে ৬৫ জন, রাজশাহী বিভাগে ৪৭ জন, রংপুর বিভাগে দুজন, বরিশাল বিভাগে ২০ জন এবং সিলেট বিভাগে একজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।</p> <p>অন্যদিকে এদিন সকাল পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৮০ হাজার ৫১৮ জন রোগী। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে তিন হাজার ৮৭০ জন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি এক হাজার ৫৩৯ জন; আর দুই হাজার ৩৩১ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি।</p> <p>এ বছর মোট ভর্তি রোগীর মধ্যে ৫০ হাজার ৬৮৭ জন ঢাকার বাইরের রোগী। ঢাকার দুই মহানগর এলাকার হাসপাতালে ভর্তি হয়েছে ৩৪ হাজার ১৩৯ জন।</p> <p>স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হচ্ছে ১৬ থেকে ৩০ বছর বয়সীদের। এই বয়সে আক্রান্ত হয়েছে ৩৫ হাজার ৮৩৪ জন, যা মোট আক্রান্তের ৪৫ শতাংশ। এই বয়সী ১০৯ জন মারা গেছে, যা মোট মৃত্যুর ২৫ শতাংশ।</p> <p>২০২৩ সালে সর্বোচ্চ তিন লাখ ২১ হাজার ১৭৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়। এদের মধ্যে মৃত্যু হয় এক হাজার ৭০৫ জনের। ২০২২ সালে হাসপাতালে ভর্তি ৬২ হাজার ৩৮২ জন এবং মৃত্যু ২৮১ জনের। ২০১৯ সালে হাসপাতালে ভর্তি ছিল এক লাখ এক হাজার ৩৫৪ জন এবং এদের মধ্যে মৃত্যু হয় ১৭৯ জনের।</p> <p> </p> <p> </p>