<p>বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী মহাব্যবস্থাপক (এজিএম, আইটি) সাকিল আহমেদ ও বারহাট্টা পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী জেনারেল ম্যানেজার (এজিএম) মনির হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।</p> <p>রাজধানীর খিলক্ষেত থানায় করা রাষ্ট্রদ্রোহ মামলায় নেত্রকোনায় গ্রেপ্তার করা হয়েছে মনির হোসেনকে। গতকাল শুক্রবার তাঁকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এর আগে গত বৃহস্পতিবার রাতে নেত্রকোনার গোয়েন্দা পুলিশ তাঁকে শহরের মোক্তারপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করে।</p> <p>জানা যায়, গত ২৮ জানুয়ারি থেকে পল্লী বিদ্যুৎ সমিতির কতিপয় কর্মকর্তা-কর্মচারী পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) ও পল্লী বিদ্যুৎ সমিতি একীভূতকরণ, অভিন্ন চাকরিবিধি বাস্তবায়নের দাবি তুলে বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার চেষ্টা করেন। এ ঘটনায় রাষ্ট্রদ্রোহের অভিযোগে গত ১৭ অক্টোবর খিলক্ষেত থানায় করা মামলার আসামি এজিএম মনির হোসেন। বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করা, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নির্দেশনার প্রতি অবজ্ঞা ও দপ্তর পরিপন্থী কাজের অভিযোগে গত বুধবার এজিএম মনির হোসেনকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়।</p> <p>এদিকে গতকাল সকাল ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয় থেকে যৌথ বাহিনী গ্রেপ্তার করে সাকিল আহমেদকে।</p> <p>ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মোজাফফর হোসেন জানান, বিদ্যুৎ ও জ্বালানি খাতকে অস্থিতিশীল করার অভিযোগে রাজধানীর খিলক্ষেত থানায় পৃথক দুটি রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে। আটক এজিএম সাকিল আহমেদ একটি মামলার ২ নম্বর এজাহারনামীয় আসামি।</p> <p><strong>বিদ্যুতের কর্মচারীদের বিরুদ্ধে মামলা, আটক ৫</strong></p> <p>বিদ্যুৎ সংযোগ বন্ধ রেখে আন্দোলনের নামে গ্রাহক ভোগান্তি, রাষ্ট্রবিরোধী আচরণ ও ধ্বংসাত্মক কার্যক্রম পরিচালনা করার অভিযোগে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর ১৫৬ জন কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। এ ঘটনায় পাঁচজনকে আটক করেছে যৌথ বাহিনী।</p> <p>গতকাল বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মিল্টন ঘোষ বাদী হয়ে ওই মামলা করেন। মামলায় ছয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরো ১৫০ জন কর্মকর্তা-কর্মচারীকে আসামি করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার সকাল থেকে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে আন্দোলন করে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর কর্মকর্তা-কর্মচারীরা। এতে লাখ লাখ গ্রাহক চরম ভোগান্তির শিকার হয়। সন্ধ্যার পর দ্বিতীয় দফা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে আন্দোলন করার সময় চান্দিনার পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও করে স্থানীয় জনতা। এ সময় যৌথ বাহিনী অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত পাঁচ কর্মকর্তা-কর্মচারীকে আটক করে। আটককৃতরা হলেন সহিদুল ইসলাম, নূর মোহাম্মদ, ফয়সাল চৌধুরী, তানভীর আহমেদ  ও মিজানুর রহমান সাগর।</p>