<p>চোরাই মোটরসাইকেল অভিনব পদ্ধতিতে বিক্রয় চক্রের এক সদস্যকে আটক করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার একটি দল। রাজশাহী মহানগরীতে চোরাই মোটরসাইকেলের বিশেষ কৌশলে ইঞ্জিন ও চেসিস নম্বর পরিবর্তন করে বিক্রি করে আসছিল চক্রটি। সেই চক্রের এক সদস্যকে আটক করা হয়েছে বলে বুধবার বিকেলে গণমাধ্যমকে জানায় আরএমপি। এ সময় দুটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।</p> <p>গ্রেপ্তারকৃত আসামি হলেন মো. মহব্বত আলী রয়েল (২৭)। তিনি রাজশাহীর রাজপাড়া থানার কেশবপুর এলাকার মো. কাওছার আলীর ছেলে।</p> <p>আরএমপি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, আসামি মহব্বত আলী রয়েল তিন-চারজনের সহায়তায় বিভিন্ন জায়গা থেকে চুরি করে আনা মোটরসাইকেলের ইঞ্জিন ও চেসিস নম্বর কৌশলে পরিবর্তন করে বিক্রি করে আসছেন। এরপর ডিবি পুলিশের টিম বিকেল সোয়া ৪টায় কাশিয়াডাঙ্গা থানার চারখুটার মোড় থেকে আসামি মহব্বত আলী রয়েলকে একটি চোরাই মোটরসাইকেলসহ আটক করে।</p> <p>জিজ্ঞাসাবাদে জানা যায়, রয়েল তার কয়েকজন সহযোগীর মাধ্যমে মোটরসাইকেল চুরি করে এবং তার ইঞ্জিন ও চেসিস নম্বর পরিবর্তন করে বিক্রি করেন। রয়েলের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।</p>