<p>ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য (প্রশাসন ও শিক্ষা), প্রক্টর, সহকারী প্রক্টর, কোষাধ্যক্ষ, প্রভোস্টসহ সব সিনেট ও সিন্ডিকেট সদস্যের পদত্যাগ এবং ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন একদল শিক্ষার্থী। গতকাল শুক্রবার বিকেলে তাঁরা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হল থেকে রাজু ভাস্কর্যের পাদদেশে এসে এই সমাবেশ করেন।</p> <p>এদিকে বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে কোনো ধরনের রাজনীতি করা যাবে না বলে গতকাল দুপুরে সিদ্ধান্ত নিয়েছেন একদল শিক্ষার্থী। একই সঙ্গে তাঁরা হলের প্রাধ্যক্ষ অধ্যাপক বিল্লাল হোসেনের পদত্যাগ চেয়েছেন।</p> <p>ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী জোবায়ের আহমেদ বলেন, ‘আমরা ক্যাম্পাসে কোনো লেজুড়বৃত্তিক রাজনীতি চাই না। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রদের মধ্যে কোনো রাজনীতি থাকবে না।’</p> <p>সমাবেশে শান্তি ও সংঘর্ষ বিভাগের শিক্ষার্থী মু. মেহেদী হাসান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ প্রশাসনের সবার সম্মতিতে আমাদের ওপর ছাত্রলীগের আক্রমণ হয়েছে, পুলিশের হামলা হয়েছে। আমরা তাঁদের স্বপদে আসীন থাকতে দেব না। আমরা তাঁদের পদত্যাগ না করিয়ে ক্লাসে ফিরব না।’</p> <p> </p> <p> </p> <p> </p>