<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">ঘূর্ণিঝড় </span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‘</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">দানা</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">’</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black"> উপকূলে ডানা ঝাপটানো শুরু না করলেও সকাল থেকেই এর প্রভাবে অন্ধকার ঢাকার আকাশ। অবশ্য সকাল সকাল এর চেয়েও বেশি অন্ধকারই যেন নেমে এলো বাংলাদেশ দলের জন্য। ১০১ রানে পিছিয়ে থেকে মিরপুর টেস্টের তৃতীয় দিন শুরু করতে না করতেই যে আরেক ঝড়ের কবলে তারা!  </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">এটি দ্রুত উইকেট হারানোর ঝড়। দুপুরে কিছুক্ষণের জন্য প্রেস বক্সে ঢু মেরে যাওয়া সাবেক অধিনায়ক হাবিবুল বাশারও যা নিয়ে দুঃখ করে গেলেন, </span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‘</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">সকালে আমাদের উইকেট হারানোর ঝড় আর বন্ধই হলো না।</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">’</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black"> তাঁর নিজের সময়েও এই ঝড়ে সাজানো বাগান তছনছ হওয়ার অনেক নজির রয়েছে। গতকাল সকালেও তা-ই। আগের দিন যে দুজনের ব্যাটিংয়ে দারুণ কিছুর আশায় ছিল বাংলাদেশ, সেই মুশফিকুর রহিম আর মাহমুদুল হাসান দিনের পঞ্চম ওভারে তিন বলের মধ্যে বিদায় হতেই উল্টো ইনিংস হারের শঙ্কা জাগে। লিটন কুমার দাসও দ্রুত সাজঘরের পথ ধরতেই তা আরো জেঁকে বসে। ৪ উইকেট হাতে নিয়ে দক্ষিণ আফ্রিকাকে আবার ব্যাটিংয়ে নামানোর জন্য তখনো দরকার আরো ৯১ রান। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">অবশ্য এ রকম বিপর্যয় থেকে ঘুরে দাঁড়ানোর সাম্প্রতিক উদাহরণও আছে। রাওয়ালপিন্ডিতে ২৬ রানে ৬ উইকেট হারানো বাংলাদেশের </span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‘</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">ফাইট ব্যাক</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">’</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black"> শেষ পর্যন্ত জয়ের তীরও দেখিয়েছিল। পাকিস্তানের বিপক্ষে লিটন আর মেহেদী হাসান মিরাজের ১৬৫ রানের সপ্তম উইকেট জুটি ম্যাচে ফিরিয়েছিল সফরকারীদের। এবারের লড়াইয়ে মিরাজের সঙ্গে নতুন চরিত্র হিসেবে যুক্ত হলেন এই টেস্টেই অভিষিক্ত জাকের আলী। সেই সপ্তম উইকেটেই তাঁরা যোগ করলেন ১৩৮ রান। প্রোটিয়াদের বিপক্ষে যেকোনো উইকেটেই যা বাংলাদেশের সর্বোচ্চ পার্টনারশিপও। এই জুটিতে লিড নিয়ে এগিয়ে যেতে থাকে নাজমুল হোসেনের দলও। বৃষ্টি বিরতি এবং আলোর স্বল্পতায় দিনের খেলা আগেভাগেই শেষ করতে না হলে তৃতীয় দিনে ৬৫ নয়, আরো বেশি রানেও এগিয়ে যেতে পারত স্বাগতিকরা। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">ঘূর্ণিঝড়জনিত বৃষ্টিতে আজ চতুর্থ দিনেও খেলা বাধাগ্রস্ত হওয়ার জোরালো আশঙ্কা আছে। খেলা হলে নিজের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরির অপেক্ষায় থাকা মিরাজ (৮৭*) টেল এন্ডারদের নিয়ে সফরকারীদের কত রানের লক্ষ্য ছুড়ে দিতে পারেন, তার ওপরই আসলে নির্ভর করছে মিরপুরেও রাওয়ালপিন্ডি ফিরবে কি না। দায়িত্বশীল ব্যাটিংয়ে নিজের প্রথম টেস্ট ফিফটি তুলে নেওয়া জাকেরের (৫৮) যোগ্য সংগতেই বিপর্যয় সামলে নেওয়া মিরাজ অলরাউন্ডার হিসেবে এই ম্যাচ থেকে হয়ে উঠেছেন আরো গুরুত্বপূর্ণ। সাকিব আল হাসানের অনাকাঙ্ক্ষিত বিদায়ে ব্যাটিং অর্ডারে প্রমোশন পেয়ে সাতেও উঠে এসেছেন। বিশেষ করে ব্যাটিংয়ে আরো দায়িত্বশীলতার দাবিও শুনেছেন। তাতে খাদের কিনারা থেকে উঠে আসা বাংলাদেশ এখনো ভালো কিছুর স্বপ্ন দেখতে পারছে। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">অথচ সকালেই সব হারানোর মতো অবস্থায় চলে গিয়েছিল তারা। লম্বা সময় উইকেটে থাকা মাহমুদুলকে দিয়ে শুরু। এই ওপেনার কাগিসো রাবাদার অফস্টাম্পের বাইরের বল দূর থেকে খেলার চেষ্টায় স্লিপে ক্যাচ দেন। অথচ প্রথম ইনিংসের মতো এবারও উইকেটে টিকে থাকার পরীক্ষায় উতরে গিয়েছিলেন মাহমুদুল (৯১ বলে ৪০)। এক বল পর ফুল লেংথ ডেলিভারির লাইন মিস করে আগের ইনিংসের মতোই বোল্ড মুশফিকও (৩৯ বলে ৩৩)। আম্পায়ারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে রিভিউ নিয়ে লিটনকেও (৭) দ্রুতই কবজা করে ফেলে প্রোটিয়ারা। রিপ্লেতে ধরা পড়ে, কেশব মহারাজের বল লিটনের ব্যাটের কানা দিয়ে গিয়েছিল। ১১২ রানে ৬ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা বাংলাদেশ সেখান থেকেই পায় পথের দিশা। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">সে জন্য মিরাজ আর জাকের অনুসরণ করেন কাইল ভেরেইনের ফর্মুলাই। আগের দিন এই প্রোটিয়া ব্যাটার বাংলাদেশের স্পিনারদের সুইপের পর সুইপ করে পৌঁছেন সেঞ্চুরিতে। মিরাজ-জাকেরও সেই পথ ধরেই হয়ে যান দলের ত্রাণকর্তা। প্রথমজনের ফিফটিতে পৌঁছতে লাগে ৯৪ বল, পরের জনের ১০২ বল। ফিফটির পর বেশিক্ষণ টেকেননি জাকের। তবে বৃষ্টি বিরতির পর আলোর স্বল্পতায় যখন পেসারদের বোলিংয়ে আনা নিষেধ এবং সে জন্য দ্বিতীয় নতুন বলও নেয়নি প্রোটিয়ারা, সেই সময়টায় নাঈম হাসানকে (২৮ বলে ১৬*) নিয়ে আরো কিছুটা এগিয়েছেন মিরাজ (১৭১ বলে ৮৭*)। দ্বিতীয় দিনের শেষে পেসার হাসান মাহমুদ ২০০ রানের লিড হলেই জেতা সম্ভব বলেছিলেন। তবে গতকাল স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ তা নির্দিষ্ট না করেই বললেন, </span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‘</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">লিড যত রানেরই হোক, আমাদের বিশ্বাস রাখতে হবে।</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">’</span></span></span> </span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">কে না জানে যে বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর।      </span></span></span></span></span></p> <p> </p>