<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে সরকার। এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে আওয়ামী লীগ বলেছে, ছাত্রলীগকে নিষিদ্ধ করার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের চেতনার ওপর আঘাত করা হয়েছে। সেই সঙ্গে এটি সংবিধানের ওপরও আঘাত হিসেবে দেখা হচ্ছে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম ছাত্রলীগকে নিষিদ্ধ করার সিদ্ধান্তের নিন্দা জানিয়ে বলেছেন, এই সিদ্ধান্তের মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকার মুক্তিযুদ্ধের চেতনা ও সংবিধানের ওপর আঘাত করেছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বাহাউদ্দিন নাছিম বলেন, বর্তমান সরকার একটি অবৈধ সরকার। এই সরকারের কোনো সাংবিধানিক ভিত্তি নেই। তারা কিভাবে মুক্তিযুদ্ধ এবং দেশের স্বাধীনতার আগে ও পরে অন্য সব গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী ছাত্রলীগের মতো সংগঠনকে নিষিদ্ধ করল? অসৎ উদ্দেশ্য নিয়ে ক্ষমতা দখলকারীরা এই সিদ্ধান্ত নিয়েছে। ছাত্রলীগ এ মাটির সংগঠন এবং আগামী দিনেও থাকবে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>