<p>সন্ত্রাসী সংগঠন হিসেবে ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধ করায় আনন্দ মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বরে সমবেত হয়ে একটি মিছিল করেন তারা। মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এসময় মিষ্টি বিতরণ করে গণ-অভ্যুত্থান মঞ্চ।</p> <p>মিছিলে আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘হইহই রইরই ছাত্রলীগ গেলি কই’ ‘ছাত্রলীগ জঙ্গি’সহ ছাত্রলীগ বিরোধী নানান স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা।</p> <p>জানা যায়, বুধবার রাতে ‘সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯’-এর ক্ষমতাবলে বাংলাদেশ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ‘বাংলাদেশ ছাত্রলীগ’কে নিষিদ্ধ ঘোষণা এবং এই আইনের তফসিল-২-এ ‘বাংলাদেশ ছাত্রলীগ’ নামের ছাত্রসংগঠনকে নিষিদ্ধ সত্তা হিসেবে তালিকাভুক্ত করে অন্তর্বর্তীকালীন সরকার। </p> <p>এমন খবর প্রকাশের পরপরই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে ছাত্রলীগ বিরোধী স্লোগান দিতে শুরু করেন শিক্ষার্থীরা। তারপর প্রতিটি হল থেকে সংঘবদ্ধভাবে বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বরে সমবেত হন তারা। পরে সেখান থেকে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক দিয়ে বিক্ষোভ করতে থাকেন শিক্ষার্থীরা।</p>