<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">প্রকাশনাশিল্পকে কেন্দ্র করে </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বৈষম্যবিরোধী সৃজনশীল প্রকাশক সমিতি</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> নামের নতুন সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। সাঈদ বারীকে সভাপতি এবং দেলোয়ার হাসানকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যের এই কমিটি ঘোষণা করা হয়। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল বুধবার জাতীয় প্রেস ক্লাবে এক সভায় সংগঠনটির আত্মপ্রকাশের পাশাপাশি এই কমিটি গঠন করা হয়েছে। কমিটির নেতারা জানান, প্রকাশনাশিল্পের সৃজনশীলতা বিকাশের লক্ষ্যে কমিটি গঠন করা হয়েছে। প্রকাশনাশিল্প দুর্বৃত্তায়ন ও লুণ্ঠনকারী প্রকাশকদের হাত থেকে রক্ষায় এই কমিটি কাজ করবে। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সদ্য ঘোষিত কমিটিতে অন্যদের মধ্যে হাসি প্রকাশনীর হেলাল উদ্দিনকে সিনিয়র সহসভাপতি, জাগৃতি প্রকাশনীর রাজিয়া রহমানকে সহসভাপতি এবং আদর্শ প্রকাশনীর মাহাবুবুর রহমানকে অতিরিক্ত সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়।</span></span></span></span></p>