<p>ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ১০ জনের একটি দল ঝটিকা মিছিল করেছে। মিছিলে তারা জয় বাংলাসহ, দেশ থেকে পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে নিয়ে স্লোগান দেয়।</p> <p>আজ বুধবার (২৩ অক্টোবর) ভোরে মধুর ক্যান্টিনের সামনে এই ঘটনাটি ঘটে। ঝটিকা মিছিল ও স্লোগানের ৪৬ মিনিটের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, ১০ জনের একটি দল মধুর ক্যান্টিন থেকে মিছিল নিয়ে সামাজিক বিজ্ঞান অনুষদ চত্বরের দিকে যায়।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="সাবেক এমপি নিক্সন-মির্জা আজম এবং ওদুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/23/1729674245-0331f1beab22fb6d25616fda3a99b07b.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>সাবেক এমপি নিক্সন-মির্জা আজম এবং ওদুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Court/2024/10/23/1438269" target="_blank"> </a></div> </div> <p>এ সময় তারা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা আসবে’ ইত্যাদি স্লোগান দিতে থাকে। এ সময় তাদের মাথায় কালো ক্যাপ ও মুখে কালো মাস্ক ছিল। এ জন্য তাদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="কাল থেকে ঢাকা-চট্টগ্রামে টিসিবির পণ্য বিক্রি শুরু" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/23/1729679514-0fe2139b6f9163c35648cb82bdd0a4d0.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>কাল থেকে ঢাকা-চট্টগ্রামে টিসিবির পণ্য বিক্রি শুরু</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/10/23/1438291" target="_blank"> </a></div> </div> <p>তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢাবি শিক্ষার্থীরা এই ঝটিকা মিছিলে অংশগ্রহণকারীদের ছাত্রলীগের নেতাকর্মী বলে দাবি করছেন। অনেকে তাদের ছাত্রলীগের জঙ্গি হিসেবে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিষয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে শিক্ষার্থীদের মাঝে।</p> <p>এদিকে ‘জয় বাংলা’ স্লোগানকে ফ্যাসিবাদী স্লোগান উল্লেখ করে এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। এক বিবৃতিতে সংগঠনটি বলে, ফাঁকা ক্যাম্পাসে মুখ লুকিয়ে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের মিছিল বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার জন্য চরম হুমকি। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ডানা, গতিবেগ ঘণ্টায় ৬২ কিমি" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/23/1729668157-a992f07d19721dbf74df68c1ed4e7c56.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ডানা, গতিবেগ ঘণ্টায় ৬২ কিমি</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/10/23/1438249" target="_blank"> </a></div> </div> <p>বিবৃতিতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিরাপত্তা জোরদার ও নিম্নোক্ত দুটি বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের দাবি জানানো হয়। দাবিগুলো হলো : ক্যাম্পাসে সন্ত্রাস, নৈরাজ্য সৃষ্টি, বিগত ১৬ বছরের নিপীড়ন-সন্ত্রাস, ছাত্রদের মৌলিক ও মানবাধিকার হরণ এবং জুলাই গণহত্যার দায়ে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের রাজনীতি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আইন করে নিষিদ্ধ করতে হবে। ঢাবি ক্যাম্পাস থেকে ১৭ জুলাই সন্ত্রাসী ছাত্রলীগ মুক্তকরণ এবং যৌথ বাহিনীর নৃশংস হামলার ভয়াবহতা স্মরণ করে ‘১৭ই জুলাই’-কে ‘ক্যাম্পাসে সন্ত্রাস প্রতিরোধ দিবস’ হিসেবে ঘোষণা করতে হবে।</p>