<p>সৌদি আরবে গিয়ে প্রথম কাজে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন মো. কবির (২৫) নামের এক বাংলাদেশি যুবক। বধুবার (২৩ অক্টোবর) সকালে সৌদির আল ফাহাদ নামের একটি প্রতিষ্ঠানের কাজ করতে যাওয়ার পথে তার মৃত্যু হয়।</p> <p>কবির জামালপুরের মাদারগঞ্জ উপজেলার জোড়খালী ইউনিয়নের রামচন্দ্রপুর এলাকার শওকত আলীর ছেলে।</p> <p>পরিবার ও স্থানীয় সূত্র জানায়, পরিবারের ও নিজের কষ্ট দূর করতে সোমবার বাংলাদেশ থেকে সৌদি আরবে যান কবির। বুধবার সকালে প্রথম দিনের মতো কাজে যাওয়ার পথে মাইক্রোবাসের ধাক্কায় আহত হন তিনি। সৌদি আরবের একটি হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত্যু ঘোষণা করে চিকিৎসক।</p> <p>কবিরের সহপাঠী জাহিদ হাসান বলেন, দুইদিন আগে সৌদি আরবে গিয়েছে কবির। গতকাল রাতেও কথা হয়েছে তার সঙ্গে ফোনে। হঠাৎ করে ফেসবুকে দেখি সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে।</p> <p>জোড়খালী ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য মো. সাজেল কালের কণ্ঠকে বলেন, কবির পড়াশোনা করে কাজ না থাকায় বাড়িতেই ছিল। পরিবারের অবস্থা ভালো না থাকায় পরিবারের সচ্ছলতা আনতে ও নিজের কষ্ট দূর করতে দুই দিন আগে সৌদি আরবে গিয়েছে। কবিরের বাবাও সৌদি আরবে থাকেন।</p>