<p style="text-align:justify">রাষ্ট্রপতি থাকা না থাকা সাংবিধানিক নয় বরং রাজনৈতিক সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম। বুধবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জহির রায়হান অডিটরিয়ামে ‘গণ-অভ্যুত্থানের সরকার, প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।</p> <p style="text-align:justify">বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাবি শাখার আয়োজনে এ অনুষ্ঠানে নাহিদ ইসলাম বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকার আর অন্তর্বর্তীকালীন সরকার এক নয়। এক-এগারোর তত্ত্বাবধায়ক সরকার আওয়ামী লীগকে ক্ষমতায় এনেছিল। তাদের ফ্যাসিস্ট বানানোর সুযোগ করে দিয়েছিল।’ </p> <p style="text-align:justify">আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কি না-এ বিষয়ে তিনি বলেন, ‘এখন বিতর্ক হচ্ছে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কি না। আপনি যখন আওয়ামী লীগকে একটি ফ্যাসিস্ট রাজনৈতিক দল বলছেন, তখন প্রশ্ন আসে ফ্যাসিস্ট রাজনৈতিক দল গণতান্ত্রিক কাঠামোতে কিভাবে রাজনীতি করতে পারে? যদি আওয়ামী লীগ ফিরে আসে, তাহলে গণ-অভ্যুত্থান ও শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে। আমাদের জীবন থাকতে তা হতে দেওয়া হবে না।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে যা বললেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/23/1729667027-472690839e353aa3ffded50f911df19d.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে যা বললেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/10/23/1438244" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">এ সময় জাতীয় নাগরিক কমিটির সদস্যসচিব আখতার হোসেন বলেন, ‘এই মুহূর্তে বাংলাদেশের জন্য একটি নতুন সংবিধান প্রণয়ন ফরজে আইন হয়ে গেছে। পুরনো সংবিধান বাতিল করার জন্য সংবিধানের ৭ (বি) অনুচ্ছেদ যথেষ্ট।’</p> <p style="text-align:justify">নতুন সংবিধান লেখার জন্য রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু বাধা বলেও উল্লেখ করেন তিনি।</p> <p style="text-align:justify">সম্প্রতি শেখ হাসিনার পতনকে গণ-অভ্যুত্থান অভিহিত করেছেন সংবিধান সংস্কার কমিটির অন্যতম সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক ডা. জাহেদুর রহমান। এ ছাড়া সংবিধান পুনর্লিখন করার বিরোধিতা করেন তিনি।</p> <p style="text-align:justify">বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান বলেন, ‘এবার যদি সংস্কার না হয়, তাহলে আর সংস্কার সম্ভব নয়। তবে এ সংস্কার প্রক্রিয়ার মূল ফল হবে একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুতে মতামত জানাল বিএনপি" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/23/1729678557-6ffe037a6b8f5cbe0f01c7cb63a5df3d.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুতে মতামত জানাল বিএনপি</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Politics/2024/10/23/1438286" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মুশফিকুস সালেহীনের সঞ্চালনায় সংলাপে আরো বক্তব্য দেন উপ-উপাচার্য অধ্যাপক মাহফুজুর রহমান, উপ-উপাচার্য অধ্যাপক সোহেল আহমেদ ও কোষাধ্যক্ষ অধ্যাপক আব্দুর রব প্রমুখ।</p>