<p>৫ আগস্ট নিয়ে কটূক্তি করা ঢাকার বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের শিক্ষিকা রুমা সরকারকে ছাগলনাইয়া সরকারি কলেজে বদলির আদেশ দেওয়া হয়েছিল। কিন্তু সেই বদলির আদেশের বিরুদ্ধে এবার মানববন্ধন করেছেন ছাগলনাইয়া কলেজের শিক্ষার্থীরা। বুধবার (২৩ অক্টোবর) দুপুরে কলেজের প্রধান ফটকে ওই শিক্ষিকাকে অবাঞ্ছিত ঘোষণা করে এ মানববন্ধন করেন তারা।</p> <p>জানা যায়, গত ১৮ অক্টোবর এই শিক্ষিকা ফেসবুকে একটি খবরের ছবি পোস্ট করে ৫ আগস্ট নিয়ে বিরূপ মন্তব্য করেন শিক্ষক রুমা সরকার। এ ঘটনায় ২১ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে ছাগলনাইয়া সরকারি কলেজে বদলি করা হয়। এ খবর ছাগলনাইয়া সরকারি কলেজের শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে পড়লে যোগদানের পূর্বেই তার বিরুদ্ধে ক্ষোভের সৃষ্টি থেকেই এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="৫ আগস্ট নিয়ে বদরুন্নেসা কলেজ শিক্ষিকার আপত্তিকর পোস্ট" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/20/1729440826-6d231115faa6d30fbfae31186564982f.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>৫ আগস্ট নিয়ে বদরুন্নেসা কলেজ শিক্ষিকার আপত্তিকর পোস্ট</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/dhaka/2024/10/20/1437248" target="_blank"> </a></div> </div> <p>মানববন্ধনে বক্তব্য দেন ছাগলনাইয়া সরকারি কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্র তানজিলুল হক মিয়াজী, জহির উদ্দিন, প্রথম বর্ষের ছাত্র রিফাত হোসেন, দ্বাদশ শ্রেণির ছাত্রী নাভা আক্তার, মোশারফ হোসেন প্রমুখ।</p> <p>বক্তব্যে শিক্ষার্থীরা বলেন, ‘বৈষম্যবিরোধী আন্দোলনের ৫ আগস্ট নিয়ে কটূক্তি করা রুমা সরকারকে যদি এ কলেজে বদলি করা হয় তাহলে আরো কঠোর আন্দোলন শুরু হবে। আমরা তাকে এ প্রতিষ্ঠানে যোগদান করতে দেব না।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="৫ আগস্ট থেকে অনুপস্থিত বেরোবি কর্মচারী টুকটুকি" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/03/1727966092-0ab70b556310e8d1efb792575430665f.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>৫ আগস্ট থেকে অনুপস্থিত বেরোবি কর্মচারী টুকটুকি</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/campus-online/2024/10/03/1431490" target="_blank"> </a></div> </div> <p>তারা আরো বলেন, ওই শিক্ষিকা আওয়ামী লীগের দালাল। তাকে এ প্রতিষ্ঠানে যোগদান না করিয়ে দ্রুত গ্রেপ্তারের দাবি তোলেন তারা।</p>