<p style="text-align:justify">ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার এ দিনটি নিয়ে বিতর্কিত পোস্ট করেছেন ‘মুজিব চিরঞ্জীব’ বইয়ের লেখক ও বেগম বদরুন্নেসা সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক রুমা সরকার। </p> <p style="text-align:justify">তিনি ৫ আগস্টকে ‘নারীর অন্তর্বাস দিবস ও জামাতীর পেচ্ছাপ দিবস’ দাবি করে নিজের ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়েছেন।  </p> <p style="text-align:justify">জানা যায়, গত ১৮ অক্টোবর রুমা সরকার ফেসবুকে একটি ছবি পোস্ট করেন। ওই ছবিতে বলা ছিল, ‘৫ আগস্টকে প্রাধান্য দিয়ে জাতীয় দিবস প্রতিষ্ঠা করা হচ্ছে : উপদেষ্টা নাহিদ’। পোস্টের ক্যাপশনে রুমা ওই মন্তব্য লেখেন।</p> <p style="text-align:justify"><strong>আরো পড়ুন</strong></p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="৩৫ প্রত্যাশীদের একদিনের আলটিমেটাম" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/20/1729438171-f036d2a614b17b8b4458754dd5201bba.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>৩৫ প্রত্যাশীদের একদিনের আলটিমেটাম</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/10/20/1437245" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">জানা যায়, গতকাল শনিবার দেওয়া আরেক পোস্টে ৫ আগস্টের ঘটনা বর্ণনায় রুমা সরকার আরো কিছু বিতর্কিত মন্তব্য করেন। বিতর্কিত ওই পোস্ট মুহুর্তেই সমালোচনা সৃষ্টি করে। অনেকেই তার পোস্টটি শেয়ার করে প্রতিবাদ জানান। তাদের কেউ কেউ রুমার শাস্তি দাবি করেন।</p> <p style="text-align:justify">ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক সাইদুর রহমান রুমা সরকারের ওই পোস্টের স্ক্রিনশট শেয়ার করে লেখেন, ‘উনি ঢাকার বদরুন্নেসা সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক। তিনি ৫ আগস্টকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। বলেছেন, ৫ আগস্ট নাকি নারীর অন্তর্বাস ও জামাতীর পেচ্ছাপ দিবস। তিনি একজন সরকারি চাকুরে। কি দুঃসাহস এদের? এরা এতো সাহস পায় কোথা থেকে। অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="আস-সুন্নাহর দাতাদের সুসংবাদ দিলেন আহমাদুল্লাহ" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/20/1729429031-3665ec790f77d363e0d460c02cc3d68f.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>আস-সুন্নাহর দাতাদের সুসংবাদ দিলেন আহমাদুল্লাহ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/10/20/1437204" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">এ বিষয়ে মন্তব্য জানতে শিক্ষা ক্যাডার কর্মকর্তা রুমা সরকারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। </p> <p style="text-align:justify">শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের নিয়ন্ত্রক সংস্থা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। এ বিষয়ে মন্তব্য জানতে অধিদপ্তরের মহাপরিচালকের রুটিন দায়িত্বে থাকা কলেজ ও প্রশাসন শাখার পরিচালক অধ্যাপক এ বি এম রেজাউল করীমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে নিজ দপ্তরে পাওয়া যায়নি। মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। </p> <p style="text-align:justify">তবে এ বিষয়ে অধিদপ্তরের সাধারণ প্রশাসন শাখার উপপরিচালক অধ্যাপক মো. শাহজাহান সাংবাদিকদের বলেন, ‘বিষয়টি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানাবো।’  </p>