<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বৈষম্যহীন এইচএসসি পরীক্ষার ফলাফলের দাবিতে গতকাল রবিবার ঢাকা, যশোর, কুমিল্লা, চট্টগ্রাম ও ময়মনসিংহ শিক্ষা বোর্ডে বিক্ষোভ করেছেন একদল শিক্ষার্থী। শিক্ষার্থীদের বিক্ষোভ-অবরোধের মুখে রাতে পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার। তিনি বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমি সোমবার শিক্ষা মন্ত্রণালয়ে আমাকে ওএসডি করার জন্য আবেদন পাঠাব।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ঢাকা শিক্ষা বোর্ডের গেটে শিক্ষার্থীরা প্রথমে তালা দিলেও পরে ভেতরে ঢুকে কক্ষ ভাঙচুর করেন। এ সময় বোর্ড কর্মচারীদের সঙ্গে হাতাহাতিতে ছয় শিক্ষার্থী আহত হয়েছেন বলে দাবি করেছেন শিক্ষার্থীরা। অন্যদিকে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য পরীক্ষার্থীদের পাস করিয়ে দেওয়ার দাবিতে প্রায় ১০ ঘণ্টার মতো শিক্ষা বোর্ড অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। পরে পুলিশ ও বোর্ড কর্মকর্তাদের আশ্বাসে রাত পৌনে ১০টার দিকে শিক্ষার্থীরা বাসায় ফিরে গেছেন। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গত ১৫ অক্টোবর এইচএসসি-সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলছেন, এরই মধ্যে যে ফলাফল প্রকাশ করা হয়েছে, তা বৈষম্যমূলক। কারণ সিলেট শিক্ষা বোর্ডে তিনটি বিষয়ের পরীক্ষা হয়েছে, বাকি ১০টি বিষয়ের ম্যাপিং হয়েছে। অন্যদিকে ঢাকা শিক্ষা বোর্ডে সাতটি বিষয়ের পরীক্ষা হয়েছে, বাকি ছয়টি বিষয়ের ম্যাপিং হয়েছে। এ জন্য তাঁরা সব বিষয়ের ওপর </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ম্যাপিং</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> করে ফলাফল নতুন করে প্রকাশের দাবি জানান।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল দুপুর সাড়ে ১২টার পর </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এইচএসসি ব্যাচ ২০২৪</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">-এর ব্যানারে একদল শিক্ষার্থী কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল নিয়ে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের উদ্দেশে রওনা দেন। দুপুর ১টার দিকে মিছিলটি বোর্ডের ফটকের সামনে পৌঁছে। প্রথমে তাঁরা বোর্ডের গেটে তালা দিলেও এক পর্যায়ে শিক্ষার্থীরা বোর্ডের ভেতরে ঢুকে পড়েন। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, বোর্ডের ভেতরে তাঁদের ওপর হামলা করা হয়েছে। এই হামলায় কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। অন্যদিকে বোর্ডের কর্মকর্তারা বলছেন, হঠাৎ করে কিছু শিক্ষার্থী ভেতরে ঢুকে ভাঙচুর করেন। তাঁরা বোর্ডের চেয়ারম্যানের কক্ষেও ভাঙচুর চালান।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এই প্রতিবেদন লেখা পর্যন্ত (গতকাল সন্ধ্যা পর্যন্ত) বোর্ডের ভেতরের চত্বরে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ করছিলেন। পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে আছেন। তাঁরা শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করছেন।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে এরই মধ্যে এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। গতকাল সন্ধ্যায় চকবাজার থানার ওসি রেজাউল হোসেন কালের কণ্ঠকে বলেন, শিক্ষার্থীরা তাঁদের দাবি নিয়ে প্রথমে বোর্ডের ফটকে তালা লাগিয়ে দেন। ভেতরে কাউকে ঢুকতে দিচ্ছিলেন না। এক পর্যায়ে তাঁরাই আবার ফটকের তালা ভেঙে ভেতরে ঢোকেন। পরে চেয়ারম্যানের রুমের দিকে অগ্রসর হতে চাইলে স্টাফরা বাধা দেন, তখন সেখানে ধাক্কাধাক্কি হয়। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এদিকে বৈষম্যহীন ফলাফলের দাবিতে যশোরে গণমিছিল ও শিক্ষা বোর্ড ঘেরাও করেছেন সদ্য ঘোষিত এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে অকৃতকার্য শিক্ষার্থীসহ সাধারণ শিক্ষার্থীরা। গতকাল সকাল ১১টার দিকে শিক্ষার্থীরা গণমিছিল ও শিক্ষা বোর্ড ঘেরাও কর্মসূচি শুরু করেন। তাঁরা বোর্ডের প্রধান ফটকের সামনে বিক্ষোভ করতে থাকেন। এক পর্যায়ে বোর্ড সচিব প্রফেসর আব্দুর রহিম গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। কিন্তু তাঁরা বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চান। পরে গেট খুলে দিলে তাঁরা বোর্ড চেয়ারম্যানের কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল সকাল সাড়ে ১১টার দিকে শতাধিক পরীক্ষার্থী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কুমিল্লা শিক্ষা বোর্ড প্রাঙ্গণে এসে প্রথমে ফেল থেকে পাসের দাবিতে বিক্ষোভ করেন। এরপর তাঁরা মিছিল নিয়ে শিক্ষা বোর্ডের ভেতরে প্রবেশের চেষ্টা করেন। শিক্ষা বোর্ডের নিরাপত্তাকর্মী ও পুলিশ সদস্যরা তাঁদের ফটকে আটকে দিয়ে কয়েকজনকে ভেতরে গিয়ে বোর্ড চেয়ারম্যানের সঙ্গে কথা বলতে বলেন।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এইচএসসি পরীক্ষায় কাঙ্ক্ষিত ফলাফল না পাওয়ায় চট্টগ্রাম শিক্ষা বোর্ড কার্যালয়ে তালা দিয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। গতকাল দুপুরে এ ঘটনা ঘটে। ময়মনসিংহেও এইচএসসি পরীক্ষার ফলাফল প্রত্যাখ্যান করে বিক্ষোভ, সড়ক অবরোধ এবং শিক্ষা বোর্ড ঘেরাও করেছেন অকৃতকার্য শিক্ষার্থীরা। গতকাল সকাল ১১টায় নগরের টাউন হল মোড়ে বিভিন্ন এলাকা থেকে এইচএসসিতে অকৃতকার্য শতাধিক শিক্ষার্থী এসে জড়ো হন। সেখানে তাঁরা কিছুক্ষণ অবস্থান শেষে নগরের কাঠগোলা এলাকায় শিক্ষা বোর্ড কার্যালয়ের দিকে পদযাত্রা করেন। </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বৈষম্যহীন রেজাল্ট চাই</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">, এই দাবিতে শিক্ষার্থীরা তাঁদের কর্মসূচির ব্যানারে উল্লেখ করেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমরা রেজাল্টে কোনো রকম বৈষম্য চাই না। যাঁদেরকে বৈষম্য রেজাল্ট দেওয়া হয়েছে, তাঁদের মৃত্যুর বিনিময়ে আমরা এমন বৈষম্য রেজাল্ট মানব না।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p>