<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ছাত্র শহীদ আবু সাঈদের স্নাতক চূড়ান্ত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। তিনি সিজিপিএ ৪-এর মধ্যে ৩.৩০ পেয়ে সম্মিলিত মেধাতালিকায় ১৪তম স্থান অধিকার করেছেন। বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের তথ্য ও জনসংখ্যা দপ্তরের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আলী।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তিনি বলেন, রবিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. শওকত আলীর অনুমোদনক্রমে এই ফলাফল প্রকাশ করা হয়। বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ফলাফল শিটে দেখা যায়, ৬৯ জন শিক্ষার্থীর মধ্যে আবু সাঈদ মেধাতালিকায় ১৪তম হয়েছেন।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সামছুর রহমান বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আবু সাঈদ ভাই যে তুখোড় মেধাবী ছিলেন তা নতুন করে প্রমাণিত হলো। এই ফলে খুশি হতেন তিনিও। কিন্তু সব আনন্দ আজ বিষাদে পরিণত হয়েছে। তিনি বৈষম্যের বিরুদ্ধে অসম লড়াই করে জীবন দিয়েছেন। মেধাবীরা বৈষম্যের শিকার না হলেই তাঁর আত্মা শান্তি পাবে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তিনি আরো বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সাঈদ ভাই ক্লাসে ও ক্লাসের বাইরে অনেক কিছুতে তুখোড় ছিলেন। শুধু পড়ুয়া ছিলেন না, ছিলেন অভিনন্দিত প্রতিভাবান। পরীক্ষার সময় আন্দোলন-সংগ্রামের কারণে ফল কিছুটা খারাপ করেছেন। তা না হলে তিনি আরো ভালো ফল পেতেন বলে মনে করি।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">উপাচার্য ড. শওকত আলী বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমাদের মেধাবী শিক্ষার্থী শহীদ আবু সাঈদ আমাদের মাঝে নেই। কিন্তু তার স্নাতক চূড়ান্ত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হলো। এটি আমাদের ভালো লাগার বিষয় যে আবু সাঈদ খুবই ভালো ফল করেছে। কিন্তু তার অনুপস্থিতিতে আমরা শোকাহত। আমি তার আত্মার মাগফিরাত কামনা করি।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কোটা সংস্কার আন্দোলনে গত ১৬ জুলাই বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন ১ নম্বর গেটে পুলিশ খুব কাছ থেকে তাঁকে গুলি করলে আবু সাঈদ মারা যান।</span></span></span></span></p>