<p>ইলিশের প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার বন্ধে চলছে অভিযান। গত শনিবার ও গতকাল রবিবার চাঁদপুর, নাটোর, পিরোজপুর ও রাজবাড়ীতে জরিমানাসহ ৭৩ জেলেকে আটক করা হয়েছে। প্রতিনিধিদের তথ্যে বিস্তারিত :</p> <p><strong>চাঁদপুর : </strong>মা ইলিশ শিকারের দায়ে ৬৭ জেলেকে আটক করেছে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী। রবিবার ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত পদ্মা ও মেঘনা নদীর বিভিন্ন স্থান থেকে এসব জেলেকে জাল, মাছ ধরার নৌকা, ইলিশসহ আটক করা হয়।</p> <p>নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার ইমতিয়াজ আহমেদ জানান, নৌ পুলিশের হাতে আটক হওয়া ১৯ জনের বিরুদ্ধে মত্স্য সংরক্ষণ আইনে মামলা দিয়ে এবং তাঁদের সঙ্গে আরো ১৯ জনকে জেলহাজতে পাঠানো হয়েছে।</p> <p>এ ছাড়া আটজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৮ হাজার টাকা জরিমানা করা হয়। আর ১০ জন কিশোর বয়সের হওয়ায় তাদের মুচলেকা রেখে অভিভাবকের জিম্মায় দেওয়া হয়েছে। এ সময় জেলেদের কাছ থেকে প্রায় এক লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল, মাছ ধরার সাতটি নৌকা এবং ৩০০ কেজি ইলিশ জব্দ করা হয়। অন্যদিকে কোস্ট গার্ডের হাতে আটক ১১ জেলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কোস্ট গার্ড চাঁদপুর স্টেশন কমান্ডার সাব-লেফটেন্যান্ট ফজলুলর রহমান।</p> <p><strong>রাজবাড়ী :</strong> ইলিশ ধরায় চার জেলেকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ ছাড়া অভিযানে ৫০ হাজার মিটার কারেন্ট জাল ও ৬০ কেজি ইলিশ জব্দ করা হয়। গত শনিবার বিকেল ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত পদ্মা নদীর সদর উপজেলার চন্দনী ইউনিয়নের জৌকুড়া ঘাট থেকে বরাট ইউনিয়নের উড়াকান্দা এলাকা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। </p> <p><strong>নাটোর :</strong> জেলার লালপুরে রবিবার সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত অভিযান চালিয়ে ইলিশ নিধনে ব্যবহূত ১০০টি চায়না দুয়ারী জাল, এক হাজার মিটার কারেন্ট জাল ও ৭০০ মিটার অবৈধ বাদাই জাল জব্দ  করা হয়। রবিবার এই ভাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান।</p> <p><strong>স্বরূপকাঠি (পিরোজপুর) :</strong> স্বরূপকাঠিতে সন্ধ্যা নদীতে ইলিশ শিকারের দায়ে দুই জেলেকে এক বছর করে কারাদণ্ড ও এক জেলেকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার সকালে নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামান ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।</p>