<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সাভারের বাড়ইপাড়া এলাকায় অবস্থিত বিনোদনকেন্দ্র নন্দন পার্কের চেয়ারম্যান বেলাল হককে গ্রেপ্তারের পর তাঁর বিরুদ্ধে মানি লন্ডারিংসহ বিনোদনকেন্দ্রের শেয়ার দখলচেষ্টার অভিযোগ উঠেছে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সাবেক ডিবিপ্রধান হারুন অর রশীদকে মৌখিকভাবে শেয়ার দিয়ে বেলাল হক নানা ধরনের সুবিধা নিতেন বলেও অভিযোগ করেছেন পার্কটির অংশীদার সিরাজুল ইসলাম। এ ছাড়া প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের বেতন ও বোনাসের টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে বেলাল হকের বিরুদ্ধে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এসব অভিযোগের সত্যতা যাচাই করতে প্রাথমিক তদন্তের অংশ হিসেবে শনিবার বিকেলে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবিরের নেতৃত্বে যৌথ বাহিনীর সদস্যরা নন্দন পার্কের ভেতরে অভিযান পরিচালনা করেন। এ সময় সেখান থেকে বেলাল হকের একটি ব্যক্তিগত কালো ব্যাগ উদ্ধার করা হয়। যার ভেতরে পাওয়া যায় দুই লাখ ১৩ হাজার টাকা ও আই প্যাডসহ কাগজপত্র।</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>