<p>সাভারে পরিবেশ দূষণ করে ফার্নেস অয়েল তৈরির কারখানায় অভিযান পরিচালনা করেছে সাভার উপজেলা প্রশাসন। রবিবার (২০ অক্টোবর) বিকেলে উপজেলার ভাকুর্তা ইউনিয়নের হিন্দু ভাকুর্তা এলাকায় অবস্থিত কারখানাগুলোতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম রাসেল ইসলাম নূর। </p> <p>অভিযানে পরিবেশ ছাড়পত্র ব্যতীত ক্ষতিকর রিসাইক্লিং টায়ার কারখানা পরিচালনা করার দায়ে পরিবেশ সংরক্ষণ আইনে মীমহা রিসাইক্লিং কারখানায় নগদ ১ লাখ টাকা এবং এস এস রিসাইক্লিং কারখানায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="সাভারে সড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/17/1729145325-d910c0bfa749cd12cea822ced3c1f8b7.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>সাভারে সড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/10/17/1436065" target="_blank"> </a></div> </div> <p>সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম রাসেল ইসলাম নূর বলেন, দীর্ঘদিন ধরে ভাকুর্তা এলাকায় নাম সর্বস্ব কারখানার মালিকরা পরিবেশ দূষণ করে অবৈধভাবে গাড়ির পরিত্যক্ত টায়ার পুড়িয়ে ফার্নেস অয়েল তৈরি করে আসছিল। যার ফলে ওই এলাকায় পরিবেশের মারাত্মক ক্ষতির পাশাপাশি এলাকায় কোনো ফসলি জমিতে ফসল হচ্ছে না। এছাড়া এলাকাবাসী নানা রোগে আক্রান্ত হচ্ছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="সাভারে ছাত্র আন্দোলনে হত্যা মামলায় গ্রেপ্তার ৩, অন্য মামলায় ৯" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/04/1728048875-aab311188b4cfc678fb5f645f2a09e93.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>সাভারে ছাত্র আন্দোলনে হত্যা মামলায় গ্রেপ্তার ৩, অন্য মামলায় ৯</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/10/04/1431792" target="_blank"> </a></div> </div> <p>এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে রবিবার দুপুরে হিন্দু ভাকুর্তা ওই এলাকার ২টি  কারখানায় অভিযান পরিচালনা করে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে বলেও জানান তিনি।</p>