<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুকে সুচিকিৎসার জন্য কারাগার থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) অথবা জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে স্থানান্তরে সরকারের কাছে দাবি জানিয়েছে দলটি। গতকাল রবিবার এক বিবৃতিতে এই দাবি জানানো হয়। বিবৃতিতে জাসদের কেন্দ্রীয় কমিটি বলেছে, গত ৭ অক্টোবর হাসানুল হক ইনুকে আদালতে আনার সময় তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং কারাগারে অসুস্থতায় ভুগছেন। তিনি দীর্ঘদিন ধরে দেশে ও বিদেশে হৃদরোগ বিশেষজ্ঞদের অধীনে নিয়মিত মেডিক্যাল মনিটরিং ও চিকিৎসা ব্যবস্থাপনার মধ্যে ছিলেন। এ অবস্থায় তাঁর বিশেষজ্ঞ চিকিৎসকদের অধীনে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা প্রয়োজন।</span></span></span></span></span></p>