<p>চমক দিয়ে নিজেদের ব্যাটিং ইনিংস ঘোষণার পর বোলিংয়ে দারুণ শুরু পেয়েছে বাংলাদেশ। ৪০ রানের আগেই প্রতিপক্ষের ৩ উইকেটে তুলে নিয়ে। বাংলাদেশ এই দারুণ শুরুটা এনে দেন তাসকিন আহমেদ।</p> <p>দলীয় ২৫ রানে মিখাইল লুইসকে (৮) ফেরানোর পর কেসি কার্টিকেও আউট করেন তাসকিন। তার আগে শাহাদাত হোসেন দীপু যদি স্লিপে ক্রেইগ ব্রাফেটের ক্যাচ মিস না করতেন তাহলে ৩ উইকেটই বাংলাদেশি পেসারের হতো পারত। তবে সেটা না হলেও ৯ রানে জীবন পাওয়া ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক পরে শরীফুল ইসলামের শিকার হয়েছেন। ড্রেসিংরুমে ফেরার আগে ২৩ রান করেছেন তিনি।</p> <p>প্রথম সেশন শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৩ উইকেটে ৬১ রান। তাদের লিড দাঁড়িয়েছে ২৪২ রান। ব্যাটিংয়ে আছেন কেভম হজ (১০) ও আলিক অ্যাথানজে (১৬)।</p> <p>এর আগে অ্যান্টিগা টেস্টের চতুর্থ দিনের শুরুতেই চমক দেয় বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের চেয়ে ১৮১ রানে পিছিয়ে থেকেও প্রথম ইনিংস ঘোষণা করে। প্রতিপক্ষের ৪৫০ রানের বিপরীতে বাংলাদেশ ঘোষণা করে ৯ উইকেটে ২৬৯ রানে। বাংলাদেশের হয়ে দুইটি ফিফটি ইনিংস খেলেছেন মমিনুল হক (৫০) ও জাকের আলি অনিক (৫৩)।</p>