<p style="text-align:justify">নারায়ণগঞ্জের আড়াইহাজারে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ১৬ জন আহত হয়েছেন। আজ সোমবার বিকেলে উপজেলার মাহমুদপুর ইউনিয়ন পরিষদ মাঠে এ সংঘর্ষের ঘটনা ঘটে।</p> <p style="text-align:justify">খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনাকে কেন্দ্র করে উপজেলার শ্রীনিবাসদী, কল্যান্দী, সালমদী ও এর আশপাশ এলাকায় উত্তেজনা বিরাজ করছে।</p> <p style="text-align:justify">পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার মাহমুদপুর ইউনিয়ন পরিষদ মাঠে শ্রীনিবাসদী ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে আয়োজিত আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ছিল। ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করেছে সালমদী ও শ্রীনিবাসদী একাদশ। বিকাল ৪টায় ফাইনাল খেলা শুরু হলে শ্রীনিবাসদী মাঠ দর্শকে ভরে যায়।</p> <p style="text-align:justify">নির্ধারত সময়ে খেলা শুরু হওয়ার ৩০ মিনিটের মধ্যে এক গোলে এগিয়ে যায় শ্রীনিবাসদী। এরপর সালমদীর সমর্থকদের কয়েকজন মাঠে প্রবেশ করে রেফারির পক্ষপাতিত্বের অভিযোগ এনে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন।</p> <p style="text-align:justify">কল্যান্দী গ্রামের স্বেচ্ছাসেবক দল সালমদীর সমর্থকদের মাঠের বাইরে যাওয়ার কথা বললে তাদের মধ্যে ধাক্কাধাক্কি হয়। এ ঘটনায় সালমদীর সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে সামলদীর সমর্থকরা মাঠের ভেতরে প্রবেশ করে সংঘর্ষে জড়িয়ে পড়ে।</p> <p style="text-align:justify">পরে কল্যান্দী ও সালমদী এলাকায় খবর পৌঁছালে তাদের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। </p> <p style="text-align:justify">এ প্রতিবেদন লেখা পর্যন্ত ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সংঘর্ষে মাহমুদপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক এসএম সুমন (৩৮), শামিম মিয়া (৪৫), শাহেন শাহ (২৫), আবুল বাশার (৪০), শাহজালাল মিয়া (৪৫), দুুলাল মিয়া (২৫), ইয়াসিন মিয়া (১৬), মুকুল ভূইয়া (১৯), শান্ত মিয়া (১৬) মকবুল হোসেন (২৫), শাহীন মিয়া (২২), মাহবুব হোসেনসহ (৩০) অন্তত ১৬ জন আহত হয়েছেন।</p> <p style="text-align:justify">এদের মধ্যে সুমনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।</p> <p style="text-align:justify">আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন আনে। তবে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ওই এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। এ ব্যাপারে কোনো পক্ষই এখন পর্যন্ত অভিযোগ দেয়নি।’</p>