<p>প্রতিপক্ষের রানের চেয়ে দল যখন পিছিয়ে তখন স্বাভাবিকভাবেই অলআউট হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত ব্যাটিং করবে পিছিয়ে থাকা দল। কিন্তু অ্যান্টিগা টেস্টে ভিন্ন কিছুই দেখা গেল। ওয়েস্ট ইন্ডিজের চেয়ে অনেক রানে পিছিয়ে থেকেও প্রথম ইনিংস ঘোষণা করে দিয়েছে বাংলাদেশ।</p> <p>গতকাল তৃতীয় দিন ৯ উইকেটে ২৬৯ রানে দিন শেষ করেছিল বাংলাদেশ। ১১ রান করা তাসকিন আহমেদের সঙ্গে অপরাজিত ছিলেন ৫ রান করা শরীফুল ইসলাম। দুই পেসারের আজ চতুর্থ দিন শুরু করার কথা ছিল। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে ইনিংস ঘোষণা করে দিয়েছে বাংলাদেশ। এতে করে ৯ উইকেটে ২৬৯ রানেই প্রথম ইনিস থামে বাংলাদেশের।</p> <p>ক্যারিবিয়ানদের থেকে বাংলাদেশ পিছিয়ে ১৮১ রানে। বড় লিড পেয়ে দ্বিতীয় ইনিংস শুরু করেছে স্বাগতিকরা। শুরুতেই বিপদে পড়ার কথা ছিল ওয়েস্ট ইন্ডিজের। কিন্তু তা হতে দেননি শাহাদাত হোসেন দীপু। ব্যক্তিগত ৯ রানের সময় ক্রেইগ ব্রাফেটের ক্যাচ প্রথম স্লিপে ছেড়ে দেন তিনি।</p> <p>তাসকিন আহমেদ সেই যাত্রায় উইকেট থেকে বঞ্চিত হলেও বাংলাদেশের হয়ে প্রথম উইকেট তিনিই পেয়েছেন। দলীয় ১০ রানে না পড়লেও ২৫ রানে পড়েছে ক্যারিবিয়ানদের প্রথম উইকেট। ওপেনার মিখাইল লুইসকে ব্যক্তিগত ৮ রানের মাথায় উইকেটরক্ষক লিটন দাসকে ক্যাচ দিতে বাধ্য করেন তাসকিন।</p> <p>প্রতিবেদন লেখা পর্যন্ত ক্যারিবিয়ানদের সংগ্রহ ১ উইকেটে ৩০ রান। ব্যাটিংয়ে আছেন ১৯ রান করা ব্রাফেট। আর তাকে সঙ্গ দিচ্ছেন ৩ রান করা কেসি কার্টি।  তাদের লিড দাঁড়িয়েছে ২১১ রানে।</p>