<p>মেটিক্যুলাস ডিজাইনের অংশ হিসাবেই অংশ ছাত্রদের মধ্যে স্থায়ী বিভক্তি, বিভেদ, হিংসা, প্রতিহিংসা, শত্রুতা তৈরি করে দেওয়া হচ্ছে বলে জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)। সোমবার (২৫ নভেম্বর) জাসদের কেন্দ্রীয় কার্যকরী কমিটি এক বিবৃতিতে এমন কথা বলা হয়। </p> <p>বিবৃতিতে বলা হয়, ঢাকার সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল, ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ, মাহবুবুর রহমান মোল্লা কলেজ, পলিটেকনিক ইন্সটিটিউট, টেক্সটাইল ইউনিভার্সিটির ছাত্রদের মধ্যে রক্তক্ষয়ী সংঘষ, অনেক হতাহত হওয়া, ধ্বংসযজ্ঞের ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। যে মেটিক্যুলাস ডিজাইন-এর অংশ হিসেবে জুলাই-আগস্টে সরকার উৎখাতের আন্দোলনে ছাত্রদের ব্যবহার করা হয়েছিল সেই মেটিক্যুলাস ডিজাইনের অংশ হিসাবেই অংশ ছাত্রদের মধ্যে স্থায়ী বিভক্তি, বিভেদ, হিংসা, প্রতিহিংসা, শত্রুতা তৈরি করে দেওয়া হচ্ছে। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="স্বামী-সন্তানসহ সাবেক এমপি হেনরীর দেশত্যাগে স্থায়ী নিষেধাজ্ঞা" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/25/1732537181-2477f4a5a588645d325927fc716f2504.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>স্বামী-সন্তানসহ সাবেক এমপি হেনরীর দেশত্যাগে স্থায়ী নিষেধাজ্ঞা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Court/2024/11/25/1450509" target="_blank"> </a></div> </div> <p>বিবৃতিতে আরো বলা হয়, যেন ছাত্ররা নিকট ভবিষ্যতে আর ঐক্যবদ্ধ হতে না পারে, জবাবদিহিতা চাইতে না পারে, প্রশ্ন তুলতে না পারে, প্রতিবাদী আন্দোলন করতে না পারে।</p> <p>জাসদের বিবৃতিতে বলা হয়, দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে দ্রুত নির্বাচনের দাবিকে নস্যাৎ করতে ক্ষমতার চেয়ার থেকেই গৃহযুদ্ধের যে হুমকি দেওয়া হচ্ছে তারই অংশ হিসাবে ছাত্রদের ভাতৃঘাতী সংঘাত-সংঘর্ষে ঠেলে দেয়া হচ্ছে। জাসদের বিবৃতিতে ক্ষমতালোভীদের ষড়যন্ত্রের ফাঁদ থেকে বেড়িয়ে আসার জন্য ছাত্রসমাজের প্রতি আহ্বান হয়েছে।</p>