<p style="text-align:justify">জাসদ নেতা মানিক অধিকারী নামে এক ব্যক্তির বিরুদ্ধে জমিসংক্রান্ত বিরোধের জেরে সাম্প্রদায়িক উসকানি দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ এনেছেন রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও শিল্পপতি কাওসার জামান বাবলা।</p> <p style="text-align:justify">তার অভিযোগ, মানিক বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে (জাসদ) হাসানুল হক ইনু ও তার দল আওয়ামী লীগ সরকারের সঙ্গে আঁতাত করে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি করে প্রচুর অর্থ উপার্জন করেন। তিনি বর্তমানে রংপুর নগরীর মাহিগঞ্জ এলাকায় বিভিন্ন মানুষকে ভয়ভীতি দেখিয়ে প্রতারণা করে আসছেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="২৩৮ সার্ভেয়ার নিচ্ছে ভূমি মন্ত্রণালয়, সুযোগ ডিপ্লোমাধারীদের" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/19/1729323206-63fcf6519874524377e5e1316979ce4c.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>২৩৮ সার্ভেয়ার নিচ্ছে ভূমি মন্ত্রণালয়, সুযোগ ডিপ্লোমাধারীদের</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/jobs/2024/10/19/1436759" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">আজ শনিবার দুপুরে রংপুর প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন কাওসার জামান বাবলা। কাওছার জামান বাবলা বলেন, ‘আমার পরিবারের নামে ক্রয়কৃত জমি যার দাতা শ্রী মহেন্দ্রনাথ অধিকারী। তিনি মাহিগঞ্জ মৌজার জেএল নম্বর-১৩৯, হোল্ডিং নম্বর-১৭৭১, সিএস খতিয়ান নম্বর -৫৪৩, এসএ খতিয়ান নম্বর-৪২১, ডিপি খতিয়ান নম্বর-৬২৮।’</p> <p style="text-align:justify">তিন বলেন, ‘আমি গত ২০২৩ সালের ১৪ আগস্ট ১৮১৮০ টাকা দলিলমূল্যে ১৮ (আঠারো) শতক জমি বর্তমান বাজার মূল্য অনুযায়ী রেজিস্ট্রি করি। পরবর্তী সময়ে আমি ওই জমি নামজারি করে খাজনা পরিশোধ করি। যার খারিজ খতিয়ান নম্বর-১০৭৭, হোল্ডিং নম্বর-১০৩৭। ওই জমিদাতার ছোট ভাই শ্রী মধুসূধন অধিকারী, তার ছেলে শ্রী মানিক অধিকারী সে নিজেকে একজন আইনজীবী হিসেবে দাবি করেন। কিন্তু সে নিজেকে আইনজীবী দাবি করলেও সে আইনজীবী নয়।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="নির্বাচনে 'লেভেল প্লেইং ফিল্ড' চায় আওয়ামী লীগ" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/19/1729321921-5893e1f2a7a4e465e0d8f933522800e2.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>নির্বাচনে 'লেভেল প্লেইং ফিল্ড' চায় আওয়ামী লীগ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Politics/2024/10/19/1436754" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">কাওসার জামান বাবলা বলেন, ‘১৯৭৪ সালে ওই দাগে একসঙ্গে ৩৬ (ছত্রিশ) শতক জমি যা শ্রী মহেন্দ্রনাথ অধিকারী ও শ্রী মধুসূদন অধিকারী উভয়ের নামে ক্রয় করেন। পরবর্তী সময়ে দুই ভাইয়ের মধ্যে ১৮ (আঠারো) শতক করে জমি ভাগ করে রেজিস্ট্রিমূলে দলিল মূলে ভাগ করে নেন। শুধু তাই নয়, তারা দুই ভাই মিলে উক্ত জমি চৌহদ্দি উল্লেখ করে শ্রী মহেন্দ্রনাথ দক্ষিণ পার্শ্বে ও তার ছোট ভাই শ্রী মধুসূদন অধিকারী উত্তর পার্শ্বে দিক নির্ণয় করে ভোগ দখল করে আসছেন। পরবর্তী সময়ে শ্রী মধুসূদন অধিকারী তার অংশের ১৮ (আঠারো) শতক জমি ২০২১ সালে তার স্ত্রীর নামে নিঃস্বার্থভাবে তার স্ত্রী শশী অধিকারীর নামে দানপত্র করে নিঃশর্তবান হয়ে যান।’</p> <p style="text-align:justify">কিন্তু মানিক ডিস্টার্ব করে আসছেন জানিয়ে বাবলা বলেন, ‘আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, এ কারণে বিষয়টি নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতের শরণাপন্ন হই। বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালত ওই জমিতে ১৪৪ ও ১৪৫ ধারা জারি করেন। আদালতের আদেশ অনুযায়ী  থানার নিয়োগকৃত অফিসার সরেজমিন তদন্তপূর্বক শান্তিশৃঙ্খলা রক্ষার নিমিত্তে নোটিসটি জারি করেন। কিন্তু শ্রী মানিক অধিকারী বিভিন্ন কূটকৌশল অবলম্বন করে সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টি করতে ওই জমিতে হিন্দু সম্প্রদায়কে সাম্প্রদায়িক উসকানি দিচ্ছে। যেকোনো সময় তিনি ওই সুযোগ কাজে লাগাতে পারেন।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ন্যাটোকে জেলেনস্কির আলটিমেটাম" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/19/1729321593-fee4e47f3e4c529b1f2c751035a4492c.gif" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ন্যাটোকে জেলেনস্কির আলটিমেটাম</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/world/2024/10/19/1436753" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">তিনি বলেন, ‘শ্রী মানিক অধিকারী আমার বিরুদ্ধে বিভিন্ন ধরনের উসকানিমূলক বিভ্রান্তি ছড়িয়ে এলাকায় আমার নামে মিথ্যা অপপ্রচার করে আমাকে সমাজে হেয় ও ভাবমূর্তি নষ্ট করার জন্য উঠেপড়ে লেগেছে। আমি প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা কামনা করছি যেন কোনোভাবেই সাম্প্রদায়িক বিষয়ে ইচ্ছাকৃতভাবে জড়ানো যেন না হয়।’</p> <p style="text-align:justify">এ সময় মাহিগঞ্জের বাসিন্দা বাবলু নাগ, রামকৃষ্ণ সোমনী, শ্রী নিরঞ্জন ঘোষ, স্বপন ভট্টাচার্যসহ অনেকে উপস্থিত ছিলেন।</p>