<p style="text-align:justify">আবাসিক এলাকা ও শিক্ষাপ্রতিষ্ঠানের কাছে উচ্চমাত্রায় হর্ন না দেওয়াসহ মোটরসাইকেলে চালকসহ দুইজনের অধিক বহন না করতে নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।</p> <p style="text-align:justify">রবিবার (২৪ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনার কথা জানান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।</p> <p style="text-align:justify">এতে বলা হয়, ঢাকা মহানগরীতে চলাচলকারী মোটরযান চালকরা অনেক সময় অপ্রয়োজনে উচ্চমাত্রায় হর্ন দেন। এ কারণে পথচারী, যাত্রী, অন্যান্য গাড়ির চালক, নগরবাসী এবং বিশেষ করে অসুস্থরা মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন। এ সমস্যা রোধে মোটরযান চালকদের সড়ক পরিবহন আইন-২০১৮-এর ৪৫ ধারার বিধান অনুসরণ করে অপ্রয়োজনীয় ও উচ্চমাত্রায় হর্ন ব্যবহার না করার জন্য অনুরোধ করা হলো।</p> <p style="text-align:justify">বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ঢাকা মহানগরীতে প্রায়ই পরিলক্ষিত হয়, মোটরসাইকেলের চালকরা হেলমেট ব্যবহার না করে একাধিক যাত্রী, বিশেষ করে নারী ও শিশুদের নিয়ে ঝুঁকিপূর্ণভাবে চলাচল করেন এবং সড়ক দুর্ঘটনায় পতিত হন। সড়ক দুর্ঘটনা ও প্রাণহানির ঝুঁকি এড়াতে মোটরসাইকেল চালকদের সড়ক পরিবহন আইন-২০১৮-এর ৪৯ (১) ধারার প্রথম অংশের (চ) এর বিধান অনুসরণ করে চালকসহ দুইজনের অধিক বহন না করা এবং যাত্রীর হেলমেট পরিধান নিশ্চিত করার জন্য অনুরোধ করা হলো।</p> <p style="text-align:justify">ডিএমপি সতর্ক করে বলেছে, এই বিজ্ঞপ্তি প্রকাশের পর থেকে কোনো মোটরযান চালক নির্দেশনা পালনে ব্যর্থ হলে তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছে।</p>