<p style="text-align:justify">পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে বড় ধরনের সমাবেশ করেছে তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। রবিবার (২৪ নভেম্বর) সারা দেশ থেকেই নেতা-কর্মীরা ইসলামাবাদে আসেন। এছাড়া সারা দেশেই বিক্ষোভ দেখাচ্ছেন তারা।</p> <p style="text-align:justify">পিটিআই দাবি করেছে, দলটির নেতা-কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে। তাদের ছত্রভঙ্গ করতে টিয়ারগ্যাসও নিক্ষেপ করছে আইনশৃঙ্খলা বাহিনী।</p> <p style="text-align:justify">গত ১৩ নভেম্বর ইমরান খান এই সমাবেশের ঘোষণা দিয়েছিলেন। তিনি এটিকে ‘চূড়ান্ত আহ্বান’ বলে উল্লেখ করেন। তিনি দাবি করেন, ২৬তম সংশোধনী বাতিল ও জনগণের চুরি যাওয়া ম্যান্ডেট পুনঃপ্রতিষ্ঠার জন্য এই প্রতিবাদ।</p> <p style="text-align:justify">ইসলামাবাদ হাইকোর্ট (আইএইচসি) রায় দিয়েছেন, পিটিআইয়ের পরিকল্পিত বিক্ষোভ বেআইনি। আদালত ফেডারেল সরকারকে ইসলামাবাদে আইনশৃঙ্খলা বজায় রাখার জন্য জনজীবন ব্যাহত না করে সব ধরনের ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেন।</p> <p style="text-align:justify">বিশেষ করে, বেলারুশের প্রেসিডেন্ট একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল নিয়ে সপ্তাহ শেষেই পাকিস্তান সফরে যাবেন। এজন্য আইনশৃঙ্খলার প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়।</p> <p style="text-align:justify">এরপরও পিটিআই সমর্থকরা এক দিন আগেই তাদের যাত্রা শুরু করে দেয়। গ্রেপ্তারের সরকারি সতর্কতা সত্ত্বেও ইসলামাবাদে পৌঁছতে শুরু করেন তারা।</p> <p style="text-align:justify">দলটির পক্ষ থেকে দাবি করা হয়েছে, পুলিশ তাদের কর্মীদের আটক করছে। সেই সঙ্গে তাদের ছত্রভঙ্গ করতে টিয়ারগ্যাস ব্যবহার করা হচ্ছে।</p> <p style="text-align:justify">সন্ধ্যা ৭টা ১০ মিনিটে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে পিটিআই বলেছে, কিভাবে ইসলামাবাদে ফ্যাসিস্ট সরকার নাগরিকদের ওপর চড়াও হচ্ছে। গুলি করছে।</p> <p style="text-align:justify">এর আগে, ইসলামাবাদ থেকে ডন ডটকমের একজন সংবাদদাতা জানান, শহরজুড়ে মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে। প্রধান নড়কগুলো কনটেইনার দিয়ে অবরুদ্ধ ছিল। সেখানকার অধিকাংশ সড়কই ফাঁকা ছিল।</p> <p style="text-align:justify">ইসলামাবাদের বাসিন্দা ৩৫ বছর বয়সী মুহাম্মদ আসিফ একটি রয়টার্সকে বলেন, ‘এই ক্রমাগত বিক্ষোভ অর্থনীতিকে ধ্বংস করছে এবং অস্থিতিশীলতা তৈরি করছে। আমরা চাই রাজনৈতিক নেতারা একসঙ্গে বসে এই বিষয়গুলো সমাধান করুক।’</p> <p style="text-align:justify">এক বিজ্ঞপ্তিতে জানা গেছে, ইসলামাবাদের জেলা ম্যাজিস্ট্রেট আগামীকাল সোমবার রাজধানীর সমস্ত সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।</p> <p style="text-align:justify">পিটিআই দাবি করেছে, তক্ষশিলার কাছে বিরোধী নেতা ওমর আইয়ুবের কনভয় লক্ষ্য করে টিয়ারশেল ছোড়া হয়েছে।</p>