<p>হারের বৃত্ত থেকে বের হতে পারছে না পাকিস্তান। অস্ট্রেলিয়ার মাঠে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাই হওয়ার পর এবার জিম্বাবুয়ের কাছেও হারল। এবার অবশ্য সংক্ষিপ্ত সংস্করণে নয়, ওয়ানডেতে।</p> <p>তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে আজ বৃষ্টি আইনে ৮০ রানে হেরেছে পাকিস্তান। বুলাওয়েতে ২০৬ রানের  লক্ষ্যে ব্যাটিংয়ে শুরু থেকেই ব্যাটিং ধসে পড়ে পাকিস্তান। ৫০ রান না হতেই অর্ধেক উইকেট হারিয়ে বসে অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানের দল। পরে ষষ্ঠ ব্যাটার হিসেবে দলীয় ৫৮ রানের সময় আউট হন ইরফান খান (৭)। এরপরেই বৃষ্টি শুরু হলে আর থামেন না। এতে করে ২১ ওভারে ১৪১ রানের লক্ষ্যের ম্যাচে ৮০ রানের জয় স্বাগতিকেরা।</p> <p>শেষ পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় ৬ উইকেটে ৬০ রান। এর মধ্যে চারে নেমে এক প্রান্ত আগলে রেখে অপরাজিত ১৯ রানের ইনিংস খেলেন অধিনায়ক রিজওয়ান। পাকিস্তানের ৬ ‍উইকেট ভাগাভাগি করে নিয়েছেন তিন বোলার ব্লেসিং মুজারাবানি, শন উইলিয়ামস ও সিকান্দার রাজা।</p> <p>এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু পেয়েছিল জিম্বাবুয়ে। ওপেনিংয়ে ৪০ রানের জুটি এনে দেন দুই ওপেনার জয়লর্ড গাম্বি ও তাদিনাশে মারুমানি। তবে গাম্বি ১৫ রানে আউট হওয়ার পরেই ম্যাচের চিত্র যায় পাল্টে। দলীয় রান ১০০ হওয়ার আগেই ৫ উইকেট হারায় তারা। সেখান থেকে শেষ দিকে রাজা ৩৯ ও পেসার রিচার্ড এনগারাভা ৪৮ রানের ইনিংস খেলে দলকে ২০৫ রান এনে দেন। ম্যাচসেরা হন ব্যাটিংয়ে ৩৯ রান ও বোলিংয়ে ২ ‍উইকেট নেওয়া রাজা।</p>