<p>আগামী বছর ওয়ানডে বিশ্বকাপে সরাসরি সুযোগ পেতে হলে জয়ের বিকল্প নেই বাংলাদেশের মেয়েদের সামনে। ঘরের মাঠে আয়ারল্যান্ডকে তিন ম্যাচেই হারাতে হবে নিগার সুলতানা জ্যোতিদের। লক্ষ্য পূরণে বাংলাদেশ আত্মবিশ্বাসী বলে জানিয়েছেন পেসার মারুফা আক্তার।</p> <p>আগামী বৃহস্পতিবার তিন ম্যাচ সিরিজের প্রথমটি হবে মিরপুরে। সেই ম্যাচ সামনে রেখে ‘ক্লোজড ডোর’ অলুশীলন শুরু করেছে বাংলাদেশ। ‘ধবলধোলাইয়ের’ কথা সরাসরি মুখে না বললেও  আজ অনুশীলন শেষে মারুফা বলেছেন, ‘আমাদের প্রস্তুতি ভালো হচ্ছে। আমরা চেষ্টা করব সিরিজের তিনটি ম্যাচই জেতার। সামনে যেহেতু বিশ্বকাপ আছে, তাই এই সিরিজ জয়ই আমাদের প্রধান লক্ষ্য।’</p> <p>মেয়েদের সর্বশেষ পারফরম্যান্স খুব একটা ভালো না। ফলে সামনের বিশ্বকাপে সরাসরি সুযোগ পাওয়া নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। তবে সামনে ভালো করতে দল আত্মবিশ্বাসী জানিয়ে মারুফা বলেছেন, ‘আমরা অনেক চেষ্টা করছি, অনেক পরিশ্রম করছি। চেষ্টা করতে করতে একদিন সফল হবোই।’</p> <p>২০২২ সালে অভিষেক হলেও আয়ারল্যান্ডের বিপক্ষে কখনো ম্যাচ খেলেননি মারুফা। সঙ্গে তার সাম্প্রতিক পারফরম্যান্সটাও ভালো নয়। এই সিরিজে ছন্দে ফেরার কথা জানিয়ে এই পেসার বলেছেন, ‘আমি চেষ্টা করছি। কীভাবে চেষ্টা করছি সেটা আমার ব্যক্তিগত। সিরিজে ব্যক্তিগত লক্ষ্য গোপন থাকে, সব সময় সিক্রেটই থাকবে। আমরা বিশ্বকাপে বা এর আগেও ভালো কিছু ম্যাচ খেলেছি। যদিও আমি ব্যক্তিগতভাবে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলিনি, তবে নতুন অভিজ্ঞতা হিসেবে ভালো ক্রিকেট খেলার চেষ্টা করব।’ সিরিজের বাকি দুই ম্যাচ হবে ৩০ নভেম্বর ও ২ ডিসেম্বর।</p>