<p>দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনির কয়লা উত্তোলনের কারণে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ির ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন করেছে ক্ষতিগ্রস্তরা। রবিবার (২৪ নভেম্বর) দুপুর ১২টায় পার্বতীপুর উপজেলা চত্বরে বাঁশপুকুর কাজিপাড়া এলাকার কৃষি ও বসতবাড়ি রক্ষা কমিটি ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।</p> <p>কমিটির সভাপতি মাহামুদুল নবী ও সাধারণ সম্পাদক সালমানের নেতৃত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা খাতুন এর মাধ্যমে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা। </p> <p>মানববন্ধনে মাহামুদুল নবী বলেন, ২০১৬ সালে বড়পুকুরিয়া কয়লা খনির সিসমিক টেস্টের কারণে ঘরবাড়ি ফেটে গেলে কর্তৃপক্ষ ক্ষতিপূরণ দেন। ২০২৪ সালের ক্ষতিপূরণ দেওয়ার লক্ষ্যে পুনরায় ৮টি মৌজা সার্ভে করা হয়। সার্ভেকৃত ৮ মৌজার চেক প্রদান করা হলেও বাঁশপুকুর ও গোপালপাড়া মৌজার আংশিক চেক প্রদান করা হয় সে সময়। তালিকাভুক্ত অবশিষ্ট ক্ষতিগ্রস্তদের এখন পর্যন্ত ক্ষতিপূরণ দেয়নি কর্তৃপক্ষ। বাঁশপুকুর কাজীপাড়া গ্রামের ফাটল ধরা বাড়িগুলোরও ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে না।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="পার্বতীপুরে হচ্ছে অত্যাধুনিক রেলস্টেশন" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/20/1732101449-156005c5baf40ff51a327f1c34f2975b.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>পার্বতীপুরে হচ্ছে অত্যাধুনিক রেলস্টেশন</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/20/1448760" target="_blank"> </a></div> </div> <p>এ মানববন্ধন থেকে দাবি জানানো হয় আগামী ডিসেম্বরের মধ্যে তাদের ন্যায্য দাবিসমূহ না মেনে নিলে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে গ্রামবাসী।</p>