<p>সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণী জমা দেওয়ার সময় আরো এক মাস বাড়িয়েছে অন্তর্বর্তী সরকার। ৩০ নভেম্বরের মধ্যে সম্পদের বিবরণী জমা দেওয়ার কথা থাকলেও তা বাড়িয়ে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে।</p> <p>আজ রবিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান।</p> <p>গত ১৬ বছরে কোনো সরকারি কর্মচারী সম্পদের হিসাব বিবরণী জমা দেননি বলে জানিয়েছেন এই সিনিয়র সচিব।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="শেখ হাসিনার ছবিতে ‘হা হা রিঅ্যাক্ট’, ছাত্রদল কর্মীদের পেটাল ছাত্রলীগ" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/24/1732442467-d6d55a82f7452d28747769bddd786a39.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>শেখ হাসিনার ছবিতে ‘হা হা রিঅ্যাক্ট’, ছাত্রদল কর্মীদের পেটাল ছাত্রলীগ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/24/1450097" target="_blank"> </a></div> </div> <p>তিনি বলেন, দীর্ঘদিন জমা না দেওয়ায় কীভাবে এটা জমা দিতে হবে, তা অনেকেই বুঝতে পারছেন না। এ জন্য সময় ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। আমরা এ বিষয়ে সার্কুলার ইস্যু করব।</p> <p>প্রতি বছর ৩১ ডিসেম্বরের মধ্যে হিসাব বিবরণী দেওয়ার কথা থাকলেও এ বছর তা ৩০ নভেম্বরের মধ্যে দিতে বলেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়।</p>