<p>বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সাড়ে ১৫ বছর ফ্যাসিবাদী দুশাসন লুট-হরিলুটের সংস্কৃতিতে মাফিয়া লীগ তৈরি করেছিলেন শেখ হাসিনা। মাফিয়া লীগের পুনরাবৃত্তি বাংলাদেশে যেন আর না হয়। </p> <p>রবিবার (২৪ নভেম্বর) দুপুরে শহরের আলাইপুরে জেলা বিএনপি অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলন তিনি এসব কথা বলেন।</p> <p>এর আগে তিনি নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার কালিকাপুর গ্রামে হামলায় আহত আওয়ামী লীগ কর্মী উজ্জ্বল কুমার মন্ডলের বাড়ি যান। সেখানে তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন বিএনপির এ নেতা।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="আইপিএলের ইতিহাসে দামি ক্রিকেটার আইয়ার" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/24/1732445570-965a3d90e75db73e8124cb86731f849d.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>আইপিএলের ইতিহাসে দামি ক্রিকেটার আইয়ার</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/sport/2024/11/24/1450112" target="_blank"> </a></div> </div> <p>বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, একজন ব্যক্তিকে বাড়ি থেকে তুলে নিয়ে আঘাত করা বেআইনি কাজ। এটা সন্ত্রাসী কার্যকালাপ বিএনপি তো সেই দল করে না। সারা বাংলাদেশে বিএনপির নামে, বিএনপির নামধারী ব্যক্তিরা এসব কাজ করছে। এসব কাজের জন্য ছাত্রদল, যুবদলসহ বিএনপির অঙ্গসংগঠনের বহু নেতাকর্মীদের বহিষ্কার করা হয়েছে। কারো কারো পদ থেকে শোকজ ও অব্যাহিত দেওয়া হয়েছে। এ ধরনের শাস্তিমূলক ব্যবস্থা করেছে বিএনপি।</p> <p>রুহুল কবির রিজভী বলেন, বিএনপি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে। গণতন্ত্র মানেই পরস্পর সহানুভূতি ও শুভেচ্ছা বোধ। একে অপরের বিরোধ থাকতে পারে, তবে মত প্রকাশের স্বাধীনতা ও অধিকার থাকতে হবে। সেজন্য বিএনপি দেশের মানুষের কাছে জনপ্রিয়।</p> <p>বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, বেগম খালেদা জিয়াকে দেশ থেকে কখনো বিতারিত করা যায়নি। তিনি বার বার বলেছেন আমার ঠিকানা বাংলাদেশ মাটি। শেখ হাসিনা কত চেষ্টা করেছেন কিন্তু তারা পারেনি। তারা নানাভাবে তাকে শারীরিক, মানসিকভাবে অত্যাচার, নির্যাতন আরোপ করা হয়েছিল। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="আরো এক মামলায় খালাস পেলেন তারেক রহমান" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/24/1732444627-d6d55a82f7452d28747769bddd786a39.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>আরো এক মামলায় খালাস পেলেন তারেক রহমান</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Court/2024/11/24/1450108" target="_blank"> </a></div> </div> <p>রিজভি বলেন, তারেক রহমানের ওপর মিথ্যা মামলা, কুরুচিপূর্ণ অসত্য কথা বলে মানুষকে বিভ্রান্ত করেছেন। পরবর্তীতে তাকে মিথ্যা মামলায় সাজা দেওয়া হয়েছে। বিএনপির নামে এবং বিএনপির কোনো নেতাকর্মীরা দেশের কোথায় চাঁদাবাজি, দখল, কাউকে আটক করেছে সাথে সাথে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে। </p> <p>তিনি বলেন, দেশটা যখন ধীরে ধীরে নতুন ভাবে গড়ে উঠার প্রক্রিয়া হচ্ছে। এবং গণতন্ত্রের পথে যাত্রা শুরু হয়েছে। যে এ গণতন্ত্রের যাত্রাকে যেন কেউ ব্যাবহার করতে না পারে। এটাই হচ্ছে বিএনপির লক্ষ এবং অঙ্গীকার। </p> <p>বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ অর্থ বিষয়ক সম্পাদক মামুন আহমেদ সুমন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য<br /> মাহবুবুর রহমান, নাটোর জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজসহ বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।</p>