<p>পটুয়াখালী থেকে জলপাইরঙা একটি সামুদ্রিক পান্না কাছিম জীবিত উদ্ধার করা হয়েছে। রবিবার (২৪ নভেম্বর) গলাচিপা উপজেলার পক্ষিয়া গ্রাম থেকে কাছিমটি উদ্ধার করে পটুয়াখালী স্বেচ্ছাসেবী প্রাণিকল্যাণ ও পরিবেশবাদী সংগঠন।</p> <p>অলিভ রিডলে সি টার্টল বা জলপাইরঙা সামুদ্রিক কাছিম। পান্না কাছিম নামে আছে আলাদা পরিচিতি। বঙ্গোপসাগরের দক্ষিণ উপকূল এ প্রজাতির কাছিমের অন্যতম প্রজননক্ষেত্র। পান্না ডিম ছাড়‌তে এসে আটকে গে‌ছে। প্রায় ৫০ কেজি ওজনের পান্না কাছিমটি অবমুক্ত করা হয়। এর আগে র‌বিবার ভোর ৬টার দিকে আগুনমুখা নদীতে জালে আটকা পড়ে। </p> <p>বিশেষজ্ঞরা বল‌ছেন, জলপাইরঙা সাগর কাছিম বিশ্বজুড়ে গ্রীষ্মপ্রধান এলাকার উপকূলে দেখা যায়। নভেম্বর থেকে মার্চ অলিভ রিডলি টার্টেলের প্রজননের সময়কাল। স্ত্রী কাছিম হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে তাদের জন্মস্থানে ফিরে আসে ডিম পাড়তে। রাতে জোয়ারের সময় কাছিমেরা সমুদ্রতটে উঠে বালি খুঁড়ে তাদের বাসা বানি‌য়ে ডিম পাড়ে।</p> <p>গলাচিপা সদর ইউনিয়নের সাইফুল ইসলাম ব‌লেন, ইলিশ মাছ ধরার জন্য জোয়ারের সময় আগুনমুখা নদীতে শনিবার রাত সাড়ে ৩টার দিকে ইলিশের জাল ফেলি। ভোরে তিনজন মিলে ওই জাল তোলার সময় কাছিমটি ধরা পড়ে।</p> <p>এ্যানিমল লাভার্স অব পটুয়াখালী ও প্রবাসীকল্যাণ পরিবেশবাদী সংগঠনের গলাচিপা উপজেলার টিম লিডার মো. সোহেল হোসেন রাসেল উপস্থিত ছিলেন। ধারণা করা হ‌চ্ছে, কা‌ছিম‌টির পেটে ডিম ছিল। ডিম ছাড়‌তেই এখা‌নে এসেছিল। </p> <p>পক্ষিয়া বন বিভাগের বিট অফিসার মো. জামাল হোসেন ব‌লেন, জলপাইরাঙ্গা কাছিম বাংলাদেশে পান্না কাছিম নামেও পরিচিত। প্রশান্ত ও ভারত মহাসাগরের হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে মা পান্না কাছিমের দল ডিম দিতে ছুটে আসে দ‌ক্ষিণ উপকূলে। </p> <p>গলাচিপা বন বিভাগের রেঞ্চ কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন ব‌লেন, ২০১২ সালের বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনের তফসিল-১ অনুযায়ী, কাছিমের এ প্রজাতিটি সংরক্ষিত। পানপট্টি এলাকার আগুনমুখা নদীতে ট্রলারে করে নদীর মাঝখানে কাছিমটি অবমুক্ত করা হয়।</p>