<p>ইসরায়েলের সেনাবাহিনী রবিবার জানিয়েছে, লেবানন থেকে হিজবুল্লাহ প্রায় ১৬০টি ক্ষেপণাস্ত্র তাদের অঞ্চলে নিক্ষেপ করেছে। একই সঙ্গে সশস্ত্র গোষ্ঠীটি দাবি করেছে, তারা ইসরায়েলের তেল আবিব ও দক্ষিণাঞ্চল লক্ষ্য করে হামলা চালিয়েছে। এএফপির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।</p> <p>ইরান সমর্থিত এই গোষ্ঠী একটি বিবৃতিতে জানিয়েছে, তারা প্রথমবারের মতো আকাশপথে ড্রোনের মাধ্যমে আশদোদ নৌঘাঁটিতে হামলা চালিয়েছে। পরে তারা আরো দাবি করে, উন্নত ক্ষেপণাস্ত্র ও আক্রমণকারী ড্রোনের ঝাঁক ছুঁড়ে তারা তেল আবিবে একটি সামরিক লক্ষ্যবস্তু এবং শহরের উপকণ্ঠে গ্লিলোট সামরিক গোয়েন্দা ঘাঁটির ওপরও হামলা চালিয়েছে।</p> <p>ইসরায়েলের সেনাবাহিনীর সঙ্গে এএফপি যোগাযোগ করলে তারা হামলার নির্দিষ্ট দাবি সম্পর্কে কোনো মন্তব্য করেনি। তবে তারা জানিয়েছে, মধ্য ও উত্তর ইসরায়েলের বিভিন্ন স্থানে বিমান হামলার সাইরেন বেজেছে, তেল আবিবের উপকণ্ঠও এতে অন্তর্ভুক্ত। এ ছাড়া  কিছু ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে উল্লেখ করে তারা আরো জানায়, ‘হিজবুল্লাহ লেবানন থেকে ইসরায়েলে প্রায় ১৬০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।’</p> <p>এদিকে চিকিৎসা সংস্থাগুলো জানিয়েছে, হামলার কারণে অন্তত ১১ জন আহত হয়েছে। তেল আবিবের কাছে পেতাহ টিকভা থেকে তোলা এএফপির ছবিতে কয়েকটি ক্ষতিগ্রস্ত ও পুড়ে যাওয়া গাড়ি এবং ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত একটি বাড়ি দেখা গেছে।</p> <p>এএফপি বলছে, গত সপ্তাহে মধ্য বৈরুতে অন্তত চারটি ইসরায়েলি হামলার পরপরই এই ক্ষেপণাস্ত্র হামলা হলো। বৈরুতে ওই হামলাগুলোর একটিতে হিজবুল্লাহর মুখপাত্র মোহাম্মদ আফিফ নিহত হয়েছিলেন। হিজবুল্লাহপ্রধান নাঈম কাসেম বুধবার এক ভাষণে বলেছিলেন, রাজধানীতে সাম্প্রতিক হামলার প্রতিক্রিয়া ‘মধ্য তেল আবিবে প্রত্যাশা করা উচিত’।</p> <p>অন্যদিকে লেবাননের সেনাবাহিনী রবিবার এক সেনা নিহত এবং ১৮ জন আহত হওয়ার কথা জানিয়েছে। আমরিয়া সেনা কেন্দ্রকে লক্ষ্য করে ইসরায়েলের চালানো হামলায় তারা হতাহত হয়েছে। যদিও লেবাননের সেনাবাহিনী ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধের অংশ নয়, তবুও গত দুই মাসে ইসরায়েলি হামলায় ১৯ জন লেবানিজ সেনা নিহত হয়েছেন বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।</p> <p>প্রতিবেদন অনুসারে, ২৩ সেপ্টেম্বর থেকে ইসরায়েল লেবাননে তাদের বিমান হামলা তীব্র করেছে, পরে তারা স্থল সেনা পাঠিয়েছে। এর আগে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসকে সমর্থনে হিজবুল্লাহ প্রায় এক বছর ধরে ইসরায়েলের সঙ্গে সীমিত সংঘর্ষে লিপ্ত ছিল। হামাস গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালানোর পর থেকে গাজা উপত্যকাজুড়ে যুদ্ধ শুরু হয়। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত দেশে অন্তত তিন হাজার ৬৭০ জন নিহত হয়েছে, যাদের বেশির ভাগই এই বছরের সেপ্টেম্বর থেকে নিহত হয়েছে।</p>