<p>সংঘাতকবলিত লেবানন থেকে আরো ৮২ বাংলাদেশিকে ফিরিয়ে এনেছে সরকার। তারা সবাই স্বেচ্ছায় দেশে ফিরেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার ও কল্যাণ অনুবিভাগ জানায়, পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বৈরুতে বাংলাদেশ দূতাবাস এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় তাদের ফিরিয়ে আনা হয়েছে। এই ৮২ বাংলাদেশি গত বৃহস্পতিবার রাতে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটযোগে দেশে ফিরেছেন। তাদের ৭৬ জন সম্পূর্ণ সরকারি খরচে দেশে ফিরেছেন। অন্য ছয়জনের দেশে ফিরতে অর্থায়ন করেছে আইওএম। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গত বৃহস্পতিবার রাতে দেশে ফেরা ৮২ জনের মধ্যে ৭৬ জন ফেরার জন্য বাংলাদেশ দূতাবাসে এবং অন্য ছয়জন আইওএমে নিবন্ধন করেছিলেন। এ পর্যন্ত ১১টি ফ্লাইটে ৬৯৭ জন বাংলাদেশিকে লেবানন থেকে ফিরিয়ে আনা হয়েছে।</p> <p> </p>