<p>অ্যান্টিগায় রানের পাহাড় দাঁড় করিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। জাস্টিন গ্রেভসের সেঞ্চুরিতে ৪৫০ রানে প্রথম ইনিংস ঘোষণা করেছে ক্যারিবিয়ানরা। বিশাল সংগ্রহের বিপরীতে বাংলাদেশেরও তাই দারুণ শুরু প্রয়োজন ছিল। কিন্তু দলীয় ২১ রানে ২ উইকেট হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ।</p> <p>সেখান থেকে তৃতীয় উইকেট ৪৫ রানের জুটি গড়ে বাংলাদেশকে পথ দেখাচ্ছিলেন মমিনুল হক ও শাহাদাত হোসেন দীপু। কিন্তু তৃতীয় দিনের খেলা শুরু করতে নেমে দ্রুতই ফেরেন গত দিন ১০ রানে অপরাজিত থাকা দীপু। আজ নামের পাশে ৮ রান যোগ করতেই কেমার রোচের বলে কাভেম হজকে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।</p> <p>দীপু ফিরলেও বাংলাদেশকে স্বপ্ন দেখাচ্ছেন মমিনুল। লিটন দাসের সঙ্গে ৩৯ রানের অপরাজিত জুটি গড়ে বাংলাদেশকে প্রথম সেশন শেষে এক শ রানও এনে দিয়েছেন অভিজ্ঞ ব্যাটার। প্রথম সেশন শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১০৫ রান। এখনো ৩৪৫ রানে পিছিয়ে বাংলাদেশ। বড় সংগ্রহ দাঁড় করাতে হলে লিটন-মমিনুলকে বড় দায়িত্ব নিতে হবে। ৩৮ রানে অপরাজিত আছেন মমিনুল। অন্যদিকে ২১ রানে ক্রিজে আছেন উইকেটরক্ষক ব্যাটার লিটন। </p>