<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ফরাসি শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকা প্রতিষ্ঠার ৬৫ বছর উদযাপন করেছে। জাঁকজমকপূর্ণ এ আয়োজনে ছিল চলচ্চিত্র প্রদর্শনী, দুই দেশের শিল্পীদের সংগীত পরিবেশনা আর পুতুলনাচ। এ আয়োজনে গত শুক্রবার বিকেল থেকে রাত পর্যন্ত বর্ণিল রূপ নেয় ধানমণ্ডির সাংস্কৃতিক কেন্দ্রটি। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">উৎসমুখর এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লুৎফে সিদ্দিকী। উপস্থিত ছিলেন ফরাসি রাষ্ট্রদূত মারি মাসদুপুই, আলিয়ঁসের পরিচালক ফ্রাঁসোয়া ঘ্রোঁজ, এইচএসবিসি ব্যাংকের সিইও মাহবুব উর রহমান, শিল্পকলা একাডেমির মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ প্রমুখ। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অনুষ্ঠানে সাংস্কৃতিক কেন্দ্রটির পক্ষ থেকে বলা হয়, ১৯৫৯ সালে এই অঞ্চলের সঙ্গে ফ্রান্সের সৌহার্দ্যময় সম্পর্ক স্থাপন এবং সংস্কৃতির মেলবন্ধন ঘটাতে ঢাকায় প্রতিষ্ঠিত হয় আলিয়ঁস ফ্রঁসেজ। সেই থেকে ভাষা ও সাংস্কৃতিক আদান-প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে প্রতিষ্ঠানটি। সময়ের পরিক্রমায় এই ফরাসি সাংস্কৃতিক কেন্দ্রটি এ বছর পদার্পণ করেছে প্রতিষ্ঠার ৬৫ বছরে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">উদযাপন অনুষ্ঠানটি জমে ওঠে বিবি টাঙ্গার বৈচিত্র্যময় সংগীত পরিবেশনায়। বিশ্ববিখ্যাত শিল্পী বিবি টাঙ্গা আফ্রোবিট ফাংক ও সোল সংগীতের মিশ্রণের জন্য পরিচিত। অনুষ্ঠানে প্রখ্যাত ফরাসি সংগীতশিল্পী বিবি টাঙ্গা ও এরিক কেরিজের পাশাপাশি বাংলাদেশের সংগীতশিল্পী মিঠুন চক্র ও সাদ চৌধুরী সংগীত পরিবেশন করেন। আফ্রো ও বাংলা পপের এই ছন্দ ও সুরের মিশ্রণ মুগ্ধ করে সংগীতপ্রেমীদের।  </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৩-এর অংশ হিসেবে গত বছর ১৫ জানুয়ারি আলিয়ঁস ফ্রঁসেজ গ্যালারিতে শুরু হয় </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ওয়েস্ট মিট ইস্ট স্ক্রিনপ্লে ল্যাব</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">। সে বছর ওয়েস্ট মিট ইস্ট স্ক্রিনপ্লে ল্যাব পুরস্কার জেতে বাংলাদেশের নির্মাতা আফরোজা হোসেইনের </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সং অব ঝিনুক</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">। ফরাসি সাংস্কৃতিক কেন্দ্র আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার ৬৫ বছর পূর্তির দিনে চলচ্চিত্রটি উপভোগ করেছেন আগত অতিথিরা।</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>