<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ ও তাঁর স্ত্রী মোছা. হোসনে আরা বেগম, সাবেক সংসদ সদস্য ইকবালুর রহিম ও তাঁর স্ত্রী নাদিরা সুলতানা মুক্তির দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। গতকাল রবিবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহিম মিয়া দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। একই আদালত বাংলাদেশ শিল্পকলা একাডেমির সাবেক মহাপরিচালক লিয়াকত আলী লাকীর দেশত্যাগ নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন। গতকাল দুদকের সহকারী পরিচালক জাফর সাদেক শিবলী, মো. সহিদুর রহমান ও আফনান জান্নাত কেয়া ওই পাঁচ ব্যক্তির দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে পৃথক তিনটি আবেদন করেন। এ সময় দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর শুনানি করেন। শুনানি শেষে আদালত এ আদেশ দেন। নুরুজ্জামান ও ইকবালুর রহিমের বিরুদ্ধে নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। লিয়াকত আলী লাকীর বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ আনা হয়েছে।</span></span></span></span></span></p>