<p>ফেনীর আলোচিত নুসরাত হত্যা মামলায় আসামিদের নির্যাতন করে জোরপূর্বক স্বীকারোক্তি আদায়ের অভিযোগে পুলিশের ঊর্ধ্বতন ৭ কর্মকর্তার বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। বুধবার (২৩ অক্টোবর) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারহানা লোকমানের আদালতে এ আবেদন করা হয়েছে। </p> <p>সোনাগাজী ফাজিল মাদ্রাসার শিক্ষার্থী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি ইমরান হোসেন মামুনের মা নুর নাহার বাদী হয়ে এ মামলার আবেদন করেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ফেনীর সাবেক এমপি হাজী রহিম উল্ল্যাহকে ৫ দিনের রিমান্ড" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/23/1729697584-8c5207603e62134846eef32171bd9a9b.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ফেনীর সাবেক এমপি হাজী রহিম উল্ল্যাহকে ৫ দিনের রিমান্ড</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Court/2024/10/23/1438390" target="_blank"> </a></div> </div> <p>মামলার আবেদনে অভিযুক্তরা হলেন, পিবিআইয়ের সাবেক ডিআইজি বনজ কুমার মজুমদার, পুলিশ সুপার মাঈন উদ্দিন, পিআইবির ওসি শাহ আলম, অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসেন, পিআইবির উপ-পরিদর্শক সন্তোষ কুমার চাকমা, রতেশ চন্দ্র দাস ও লুৎফুর রহমান।</p> <p>মামলার বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট কামরুল হাসান বলেন, রাফি হত্যার ঘটনায় দায়ের করা মামলার তদন্তে স্বচ্ছতা ও রায়ের বিষয়ে শুরু থেকেই এক ধরনের সমালোচনা চলে আসছিল। ওই মামলার ১ নম্বর সাক্ষী ছিলেন পিবিআইয়ের কর্মরত পুলিশের এসআই জাঙ্গাগীর আলম বাবলু। তিনি গত আগস্টে তার ফেসবুকের একটি পোস্টে ওই মামলার তদন্ত চলাকালে নিয়মবহির্ভূতভাবে আসামিদের নির্যাতন ও তাদের পরিবার থেকে অর্থ আদায়ের বিষয়টি ছড়িয়ে দেন। এর আগেও আসামি পক্ষ থেকে বহুবার পিবিআইয়ের বিরুদ্ধে অর্থ আদায়সহ নানা অভিযোগ তোলেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ফেনী-৩ আসনের সাবেক এমপি হাজী রহিম উল্যাহ গ্রেপ্তার" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/12/1728738728-e06d061a77a7bde916b8a91163029d41.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ফেনী-৩ আসনের সাবেক এমপি হাজী রহিম উল্যাহ গ্রেপ্তার</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/10/12/1434431" target="_blank"> </a></div> </div> <p>এরই প্রেক্ষিতে বুধবার নুসরাত জাহান রাফি হত্যা মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি ইমরান হোসেন মামুনের মা নুর নাহার বাদী হয়ে ফেনীর সিনিয়র জুডিসিয়াল আদালতে পিবিআই প্রধানসহ ৭ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে নির্যাতন করে জোরপূর্বক স্বীকারোক্তি আদায় ও আসামির আত্মীয়স্বজনদের কাছ থেকে ৭৭ লাখ টাকা ঘুষ গ্রহণের অভিযোগ তুলে মামলার আবেদন করেন। বিচারক বাদীর মামলাটি গ্রহণ করে বাদীর জবানবন্দি রেকর্ড করেন। তবে এ ব্যাপারে এখনো মামলার আদেশ দেননি আদালত।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ফেনীতে ছাত্র-জনতার আন্দোলনে হত্যা মামলার আসামি শাহ আলম গ্রেপ্তার" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/09/26/1727333471-196c57689380602474279ed89583338b.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ফেনীতে ছাত্র-জনতার আন্দোলনে হত্যা মামলার আসামি শাহ আলম গ্রেপ্তার</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/09/26/1429089" target="_blank"> </a></div> </div> <p>এদিকে নুসরাত হত্যাকাণ্ডের ঘটনায় আসামিদের বিরুদ্ধে করা মামলার পুনঃতদন্তের দাবি জানিয়ে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন বাদী নুর নাহার।</p>