<p>নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে মো. রিয়াজ (৩০) নামের এক যুবক নিহতের ঘটনায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ১৯২ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বুধবার (২৩ অক্টোবর) রিয়াজের স্ত্রী ফারজানা বেগম (২৫) বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলাটি করেন।</p> <p>মামলায় শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান ও ভাতিজা আজমেরী ওসমানসহ আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের আসামি করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরো ৩০০ জনকে। </p> <p> মামলার বাদী উল্লেখ করেন, ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলন চলাকালীন ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে সাইনবোর্ড এলাকায় পাসপোর্ট অফিসের সামনে আসামিরা ককটেল বিস্ফোরণ ও আগ্নেয়াস্ত্র দিয়ে এলোপাতাড়ি গুলিবর্ষণ করেন। এ সময় বুকে গুলিবিদ্ধ হন রিয়াজ। গুলিবিদ্ধ রিয়াজকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।</p> <p>রিয়াজ সদর উপজেলার ফতুল্লা থানার বক্তাবলী ইউনিয়নের পূর্ব গোপালনগর এলাকার বাসিন্দা ছিলেন। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম।</p>