<p>যুক্তরাজ্যের দ্বিতীয় বৃহত্তম শহরের একটি প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর বুধবার নিরাপত্তা সতর্কতার কারণে খালি করা হয় এবং কয়েক ঘন্টার জন্য সব ফ্লাইট স্থগিত করা হয়।</p> <p>এদিন মধ্য ইংল্যান্ডে ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশ বার্মিংহাম বিমানবন্দরের আংশিক বন্ধের নির্দেশ দেয়। তারা সন্দেহজনক একটি গাড়ির বিষয়ে খোঁজ পেয়েছিল।</p> <p>বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের ভ্রমণ না করার পরামর্শ দেয় এবং যারা ইতিমধ্যে ফ্লাইটের অপেক্ষায় ছিল তাদের ব্যাগেজসহ পায়ে হেঁটে টার্মিনাল ত্যাগ করতে বলা হয়। তারা একটি বিবৃতিতে বলে, ‘যদিও আমরা যেকোনো অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করছি, বিমানবন্দরের সবার নিরাপত্তা আমাদের প্রথম অগ্রাধিকার ছিল।’</p> <p>ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশ জানিয়েছে, গাড়িটিকে পরীক্ষা করা ও মূল্যায়নের জন্য বিমানবন্দর খালি করা হয়েছিল। পরে বিস্ফোরক নিরোধক দল অনুসন্ধানের পর গাড়িটিকে নিরাপদ হিসেবে ঘোষণা করে। গাড়িটি আর সন্দেহজনক হিসেবে বিবেচনা করা হচ্ছে না।</p> <p>যাত্রী সংখ্যার ভিত্তিতে বার্মিংহাম বিমানবন্দর যুক্তরাজ্যের সপ্তম ব্যস্ততম বিমানবন্দর এবং এটি ইজি জেট, রায়ানএয়ার, টুই এয়ারওয়েজ এবং জেট২.কম পরিচালনার ঘাঁটি হিসেবে ব্যবহৃত হয়। এ বিমানবন্দরের ব্যস্ততম রুটগুলো হলো ডাবলিন, দুবাই, আমস্টারডাম, পালমা দো মায়োর্কা ও টেনেরিফ-সাউথ।</p> <p>এক বিমানবন্দর মুখপাত্র বলেছেন, ‘কার্যক্রম ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। সব যাত্রীকে তাদের এয়ারলাইনের কাছ থেকে সর্বশেষ ফ্লাইটের তথ্য চেক করার পরামর্শ দেওয়া হচ্ছে।’</p> <p>সূত্র : এএফপি</p>