<p style="text-align:justify">প্রায় দেড় যুগ পর দেশে ফিরেছেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালিক। দেশের মাটিতে পা রেখে তিনি গুম হওয়া বিএনপির নেতাদের ফেরত চাওয়ার পাশাপাশি শেখ হাসিনার বিচার দাবি করেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে কার্লমার্কসের সঙ্গে তুলনা করে তিনি বলেন, ‘আমাদের-আপনাদের নেতা, দেশনায়ক তারেক রহমান, এ যুগের কার্লমার্ক্স। তিনি আইনিভাবে লড়ে এবং ন্যায়বিচার পেয়ে অচিরেই বীরের বেশে দেশে ফিরবেন।’</p> <p style="text-align:justify">বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুর ২টার দিকে তিনি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেন। এ সময় জেলা ও মহানগর বিএনপির নেতারাসহ হাজার হাজার মানুষ তাকে স্বাগত জানায়। পরে তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেন।</p> <p style="text-align:justify">এ সময় এম এ মালিক সিলেটবাসী ও তার এলাকা দক্ষিণ সুরমা, বালাগঞ্জ, ফেঞ্চুগঞ্জবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘ছাত্র-জনতার আন্দোলনে অভ্যুত্থানের পর থেকেই আমার এলাকার মানুষরা আমার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন এবং আমাকে দেশের আসার জন্য বারবার তাগাদা দিচ্ছিলেন। আমি তাদের কাছে কৃতজ্ঞ।’</p> <p style="text-align:justify">বিএনপির সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলীসহ গুম হওয়া সব বিএনপি নেতাকে ফেরত দেওয়ার দাবি জানিয়ে এম এ মালিক বলেন, ‘গুম হওয়া বিএনপির সব নেতাকে ফেরত এবং শেখ হাসিনার বিচার চাই। তাকে অচিরেই ভারত থেকে এনে বিচারের মুখোমুখি করার জন্য আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে আহ্বান জানাই।’</p> <p style="text-align:justify">তারেক রহমান কোনো ‘ফেভার’ চান না, আইনি লড়াই করবেন মন্তব্য করে তিনি বলেন, ‘আমাদের আপনাদের নেতা, দেশনায়ক তারেক রহমান, এ যুগের কার্লমার্ক্স আইনিভাবে লড়ে এবং ন্যায়বিচার পেয়ে অচিরেই বীরের বেশে দেশে ফিরবেন।’</p> <p style="text-align:justify">বাংলাদেশে আইনের শাসন যদি থাকে, তিনি (তারেক রহমান) ন্যায়বিচার পাবেন বলেও মন্তব্য করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মালিক। তিনি বলেন, ‘তারেক রহমান ড. ইউনূসের পাশে থেকে সময় দিতে চান। ড. ইউনূসের প্রতি বিএনপি আস্থাশীল। তিনি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করবেন বলেও মনে করে বিএনপি।’</p> <p style="text-align:justify">তিনি পাচার হওয়া অর্থ ফেরত আনার দাবি জানিয়ে বলেন, ‘শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় ১৪ বিলিয়ন ইউএস ডলার পাচার করেছে। এফবিআইও তার বিরুদ্ধে মামলা করেছে। বিএনপি জয়ের বিচার ও অর্থ ফেরত আনার দাবি করছে।’</p>