<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সিলেটের গোয়াইনঘাটের পান্তুমাই সীমান্ত এলাকা থেকে এক বাংলাদেশিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা ধরে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার ভারত সীমান্তের ১২৬৮ নম্বর পিলার এলাকা থেকে তাঁকে ধরে নিয়ে যাওয়া হয়। ওই বাংলাদেশির নাম হোছন আহমদ (৪১)। তিনি উপজেলার পশ্চিম পান্তুমাই গ্রামের আবদুল হকের ছেলে। এ ঘটনায় হোছনের পরিবারের পক্ষ থেকে গত মঙ্গলবার রাতে গোয়াইনঘাট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জিডিতে উল্লেখ করা হয়, ভারত সীমান্তের কাছে গরু চরাচ্ছিলেন হোছন। মঙ্গলবার দুপুরে তাঁর একটি গরু ভারত সীমান্তের ভেতরে চলে যায়। গরু আনতে হোছন আহমদ ভারত সীমান্তে প্রবেশ করেন। এ সময় বিএসএফ সদস্যরা গরুসহ তাঁকে আটক করে নিয়ে যায়। গোয়াইনঘাট থানার ওসি সরকার তোফায়েল আহমেদ বলেছেন, হোছনকে উদ্ধারে পরিবারের সদস্যরা বিজিবির পান্তুমাই ক্যাম্পের সহযোগিতা চাইলে থানায় জিডি করার পরামর্শ দেওয়া হয়। পরে রাতেই পরিবারের পক্ষ থেকে জিডি করা হয়েছে। বিজিবি সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পরিবার দাবি করছে তাঁকে ধরে নিয়ে গেছে বিএসএফ। তবে বিষয়টি সে রকম না। অবৈধভাবে ওই পাশে যাওয়ায় ওরা অ্যারেস্ট করেছে। উনার ফ্যামিলি জিডির কপি সকালে দিয়েছে। এখন আমরা বিএসএফের কাছে চিঠি পাঠাব। তারপর দেখি ওরা কী বলে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p>