<p>ঘূর্ণিঝড় ডানার প্রভাবে বাগেরহাটের উপকূলীয় উপজেলা শরণখোলায় বুধবার (২৩ অক্টোবর) রাত ৮টা থেকে হালকা বাতাস ও বৃষ্টি শুরু হয়েছে। এদিন সকাল থেকেই উপকূলের আকাশ মেঘাচ্ছন্ন অবস্থায় ছিল। </p> <p>ঝড়ের গতিবিধি নিয়ে ইতোমধ্যে মানুষের মধ্যে ব্যাপক আলোচনা চলছে। পাশাপাশি আতঙ্কের ছাপও দেখা গেছে সিডর বিধ্বস্ত উপকূলবাসীর চোখে-মুখে। তবে বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকার নদ-নদীর পানি স্বাভাবিক রয়েছে। </p> <p>বনবিভাগ সূত্রে জানা গেছে, বিকেল থেকেই বঙ্গোপসাগরের তীরবর্তী পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলার চর ও শ্যালার চরে ঝড়ো বাতাস ও বৃষ্টিপাত হচ্ছে। দুবলা ও শ্যালার চর সাগরের মুখে অবস্থিত। যে কারণে এই দুটি বন অফিস সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। শরণখোলা রেঞ্জের আওতায় তিনটি ফরেস্ট স্টেশন ও দুবলা বিশেষ টহল ফাঁড়িসহ ১৪টি টহল ফাঁড়িতে কর্মরত বন কর্মকর্তা-বনরক্ষীদের সতর্ক ও নিরাপদ অবস্থানে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ঘূর্ণিঝড় ‘ডানা’ মোকাবেলায় খুলনায় ব্যাপক প্রস্তুতি" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/23/1729687209-a1bca41ce0887c1b7f519bcb2057cce7.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ঘূর্ণিঝড় ‘ডানা’ মোকাবেলায় খুলনায় ব্যাপক প্রস্তুতি</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/10/23/1438337" target="_blank"> </a></div> </div> <p>শরণখোলা উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলায় ৯০টি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র প্রস্তুত রেখেছে প্রশাসন। বর্তমানে এ অঞ্চলে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল রয়েছে। ঝড়ের গতি বা সংকেত বৃদ্ধি পেলে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা আহ্বান করা হবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।</p> <p>শরণখোলা উপজেলা ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) রায়েন্দা ইউনিয়নের টিম লিডার ওহিদুজ্জামান ডালিম জানান, তাদের সকল ইউনিটের সেচ্ছাসেবক প্রস্তুত রয়েছে। ঘোষণা পাওয়ার সঙ্গে সঙ্গে সবাই মাঠে নেমে পড়বে।</p> <p>দুবলা বিশেষ টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ফরেস্ট রেঞ্জার) মো. খলিলুর রহমান বুধবার রাত সাড়ে ৮টার দিকে মোবাইল ফোনে জানান, সকালে প্রচণ্ড গতিতে ঝড় ও বৃষ্টি হয়। দুপুরে থেমে আবার বিকেল থেকে শুরু হয়েছে। দুবলা ও শ্যালা অফিস সাগর মোহনায় হওয়ায় তারা বেশি ঝুঁকিতে রয়েছেন। এই দুই অফিসে কর্মরত বনরক্ষীরা সতর্ক ও নিরাপদে রয়েছেন। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ঘূর্ণিঝড় ‘ডানা’: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/23/1729671252-f80a35f1f67076301243ed492638e067.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ঘূর্ণিঝড় ‘ডানা’: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/10/23/1438260" target="_blank"> </a></div> </div> <p>পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) শেখ মাহাবুব হাসান রাত মোবাইল ফোনে কালের কণ্ঠকে বলেন, ‘আমাদের রেঞ্জে তিনটি স্টেশন ও ১৪টি টহল ফাঁড়িতে ১৩০ জন বন কর্মকর্তা ও বনরক্ষী রয়েছেন। এছাড়া এসব অফিসে আরো অর্ধশতাধিক শ্রমিক কাজ করেন। তাদের সবাইকে সাবধানে থাকতে বলা হয়েছে। এসব অফিসে বনবিভাগের জলযানগুলো যাতে ঝড়-জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য অফিসের নিকটবর্তী খালগুলোতে নিরাপদে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।’  </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ঘূর্ণিঝড় ‘ডানা’ মোকাবেলায় যেসব প্রস্তুতি নিয়েছে সরকার" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/23/1729688541-2819e292b44e171ab17f0cd0ccdf12c9.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ঘূর্ণিঝড় ‘ডানা’ মোকাবেলায় যেসব প্রস্তুতি নিয়েছে সরকার</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/10/23/1438346" target="_blank"> </a></div> </div> <p>শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুদীপ্ত কুমার সিংহ বলেন, ঘূর্ণিঝড় ডানার ক্ষয়ক্ষতি থেকে জানমাল রক্ষায় প্রশাসনিক প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে। ঝড়ের গতি বৃদ্ধি পেলে জরুরি প্রস্তুতি সভা করে দিকনির্দেশনা ও প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হবে।</p>