<p>রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়টি সাংবিধানিক নয়, অংশীজনদের সঙ্গে আলোচনা করে যৌক্তিক সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম।</p> <p>তিনি বলেন, অংশীজনদের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে দ্রুতই যৌক্তিক সিদ্ধান্ত নেওয়া হবে।</p> <p>বুধবার (২৩ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা বলেন উপদেষ্টা।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="‘শেখ হাসিনা রাষ্ট্রপতির কাছে মৌখিক পদত্যাগ করেছিলেন’" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/21/1729502251-ba6b8df6a3c939e57090a6b37f603601.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>‘শেখ হাসিনা রাষ্ট্রপতির কাছে মৌখিক পদত্যাগ করেছিলেন’</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/10/21/1437534" target="_blank"> </a></div> </div> <p>এ সময় আন্দোলনকারীদের প্রতি ধৈর্য ধরার আহ্বান জানান তথ্য উপদেষ্টা। পাশাপাশি বঙ্গভবনের আশপাশে বিক্ষোভ না করার পরামর্শ দেন।</p> <p>তিনি বলেন, রাষ্ট্রপতি থাকবেন কি থাকবেন না এটা সাংবিধানিক প্রশ্ন নয়। রাষ্ট্রপতি ইস্যুতে জনগণের চাওয়া বুঝতে পেরেছে সরকার। তাই এ বিষয়ে আন্দোলনের দরকার নেই।</p>