<p>বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘ডানা’র প্রভাবে কক্সবাজারের সীমান্ত জনপদ টেকনাফ-সেন্ট মার্টিনে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়েছে। <br /> বুধবার (২৩ অক্টোবর) সকাল থেকে সীমান্তের টেকনাফ উপজেলায় আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও বিকেল থেকে ঝোড়ো হাওয়া শুরু হয়। ফলে টেকনাফ-সেন্ট মার্টিন নৌ রুটে যাত্রীবাহী সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দেয় স্থানীয় প্রশাসন। </p> <p>টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী সাংবাদিকদের বলেন, ঘূর্ণিঝড় ‘ডানা’র প্রভাবে ইতোমধ্যে টেকনাফে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়েছে। টেকনাফ ও সেন্ট মার্টিন থেকে সব ধরনের যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ রাখতে বলা হয়েছে। এ ছাড়া শাহপরীর দ্বীপের পাশাপাশি সেন্ট মার্টিনকে গুরুত্ব দিয়ে খোঁজখবর রাখা হচ্ছে।<br />    <br /> তিনি বলেন, উপজেলা সব আশ্রয়কেন্দ্র প্রস্তুত রয়েছে। এ ছাড়া সব ইউনিয়নের চেয়ারম্যান ও ইউপি সদস্যদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।<br />  <br /> এদিকে ঘূর্ণিঝড় ‘ডানা’ মোংলা সমুদ্রবন্দর থেকে ৬৪০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পূর্বে অবস্থান করছে। এর প্রভাবে টেকনাফ উপকূলীয় উপজেলা সকাল থেকেই মেঘাচ্ছন্ন থাকলেও বিকেল থেকে ঝোড়ো হাওয়া শুরু হয়। এর ফলে আবহাওয়া অফিস থেকে মোংলা, চট্টগ্রাম, কক্সবাজার ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।</p> <p>অন্যদিকে সীমান্তের নাফ নদী ও বঙ্গোপসাগরে অবস্থানের কারণে ঘূর্ণিঝড় ‘ডানা’র প্রভাবে উপজেলার শাহপরীর দ্বীপ ও সেন্ট মার্টিনের মানুষ দুশ্চিতায় আছে। সাম্প্রতিক সময়ে জোয়ারের পানি বৃদ্ধির কারণে ঢেউয়ের আঘাতে শাহপরীর দ্বীপের পশ্চিম বেড়িবাঁধের সিসি ব্লকগুলো ধসে পড়ছে। তার ওপর ঘূর্ণিঝড় ‘ডানা’র ভয়ে আছেন দ্বীপের হাজারো মানুষ। <br /> এ ছাড়া সাগরের মাঝখানে বসতি হওয়ায় সেন্ট মার্টিনের মানুষের মাঝে ভয়ভীতি কাজ করছে। যদিও ২০২২ সালের জুনে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তত্ত্বাবধানে ১৫১ কোটি টাকায় ৩ কিলোমিটার বেড়িবাঁধ নির্মিত হয় শাহপরীর দ্বীপের পশ্চিম ও দক্ষিণ পাশে।</p> <p>শাহপরীর দ্বীপের বাসিন্দা মো. আলম বলেন, সম্প্রতি জোয়ারের পানি বৃদ্ধির পাশাপাশি ঢেউয়ের আঘাতে বেড়িবাঁধের ব্লক ধসে পড়েছে। এ ছাড়া ঘূর্ণিঝড় ‘ডানা’র প্রভাবে দ্বীপের মানুষজন আতঙ্কে আছে। বিশেষ করে দ্বীপের বেড়িবাঁধের আশপাশে থাকা বসবাসকারীরা খুব বেশি ভয়ভীতির মধ্যে রয়েছে। </p> <p>সেন্ট মার্টিন দ্বীপের বাসিন্দা মোহাম্মদ জুবায়ের বলেন, ‘ঘূর্ণিঝড় ডানার প্রভাবে বাতাস শুরু হলেও এখনো খুব বেশি প্রভাব দেখা যাচ্ছে না। আশা করি, আমরা নিরাপদে আছি।’</p> <p>সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মো. মুজিবুর রহমান বলেন, ‘দ্বীপে ঘূর্ণিঝড় ডানার তেমন কোনো প্রভাব দেখা যাচ্ছে না। তবে সাগরের বুকে বসতি হওয়ায় আমরা সতর্ক আছি।’</p> <p>টেকনাফ-সেন্ট মার্টিন নৌ রুটের বোট মালিক সমিতির সভাপতি আবদুর রশিদ বলেন, ‘ঘূর্ণিঝড় ডানার প্রভাবে এই রুটের সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে।’</p>