<p style="text-align:justify">বরগুনার তালতলী উপজেলার কবিরাজপাড়া গ্রাম থেকে সাড়ে ৭ ফুট দৈর্ঘ্যের একটি অজগর সাপ উদ্ধার করেছে স্থানীয়রা। পরে উদ্ধারকৃত সাপটি বন বিভাগের মাধ্যমে বনে অবমুক্ত করা হয়েছে।</p> <p style="text-align:justify">বুধবার (২৩ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার কবিরাজপাড়া গ্রামের বাসিন্দা বশিরের বাড়িতে ইলিশ মাছ ধরার জালে পেঁচানো অবস্থায় একটি অজগর সাপ দেখতে পায় স্থানীয়রা।</p> <p style="text-align:justify">সোনাকাটা ইউনিয়নের ইউপি সদস্য মোসা. নুরজাহান বেগম বলেন, বুধবার সকালবেলা স্থানীয় বশিরের বাড়ির লোকজন ইলিশের জালে পেঁচানো অবস্থায় একটি আজগর সাপ দেখতে পায়। সাপটি লোকজন দেখে ফোঁস ফোঁস শব্দ করতে থাকে। এতে তারা ভয় পেয়ে দৌড়ে বাড়ির মধ্যে চলে যায়। </p> <p style="text-align:justify">পরে বিষয়টি ওই ইউপি সদস্যকে জানালে সোনাকাটা ইউনিয়ন যুবদলের সদস্যসচিব সোহাগ খান বন বিভাগকে খবর দেন। তারা ঘটনাস্থলে এসে সাপটিকে উদ্ধার করে তাদের হেফাজতে নিয়ে যায়। </p> <p style="text-align:justify">বড়বগী নিশানবাড়িয়া বিট কর্মকর্তা মো. হায়দার হোসেন বলেন, ‘স্থানীয়দের দেওয়া সংবাদে সাপ ধরার টিম নিয়ে ঘটনাস্থলে পৌঁছে সাড়ে ৭ ফুট দৈর্ঘ্যের একটি অজগর সাপকে জালে পেঁচানো অবস্থায় দেখতে পাই। সাপটিকে উদ্ধার করে বনের মধ্যে অবমুক্ত করা হয়েছে।’</p>