<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রাজধানীর তেজগাঁও এলাকায় ছুরি মেরে এক কলেজছাত্রকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের টিএসসি মোড়ে ফুটপাত থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ছুরিকাঘাতে নিহত কলেজছাত্রের নাম মো. ইমরান (২২)। গত রবিবার তেজগাঁওয়ে একটি গলির মধ্যে তাঁকে ছুরি মেরে ফেলে যায় কে বা কারা। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) গতকাল সোমবার সকাল ১১টার দিকে তাঁর মৃত্যু হয়। নিহতের ভাই মো. সুমন গতকাল এ তথ্য দেন। সুমন বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমার ভাই মিরপুর বাঙলা কলেজের এইচএসসি শিক্ষার্থী ছিল। গত রাতে বাদশা নামের একজন আমাদের বাসা থেকে টেলিফোনে তাকে ডেকে নিয়ে যায়। পরে তাকে ছুরি মেরে পালিয়ে যায়।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত (পরিদর্শক) মো. ফারুক বলেন, মরদেহ ঢামেক হাসপাতালে রাখা রয়েছে। অভিযুক্ত বাদশাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>