বেচাকেনা
নদীতে কৃষিপণ্যের ভাসমান হাট
দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় ভাসমান হাট ‘বৈঠাকাটা’, যার অবস্থান গোপালগঞ্জ, পিরোজপুর আর বরিশাল জেলার মোহনা বেলুয়া নদীর বুকে। প্রতি শনি আর মঙ্গলবার বসে এই হাট। আগের রাত থেকে চিতলমারী, মোরেলগঞ্জ, টুঙ্গিপাড়াসহ আশপাশের বিভিন্ন জেলার কৃষকরা ডিঙি নৌকায় করে ভিড়তে থাকেন নাজিরপুরে। ভোর সাড়ে ৫টার মধ্যে সরগরম হয়ে ওঠে বাজার। সকাল ৯টা পর্যন্ত হাটে চলে কেনাবেচা
রফিকুল ইসলাম, বরিশাল
সম্পর্কিত খবর