<p>ভারত থেকে বাড়ি ফেরা হলো না সোহেল রানার (২৪)। সোমবার (২১ অক্টোবর) বিকালে শেরপুরের নালিতাবাড়ীর গারো পাহাড়ের সীমান্তের ঢালুকোনা গ্রামের জঙ্গল থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত সোহেল রানা রাজশাহী জেলার গোদাগারী উপজেলার চর আমতলা গ্রামের নূরুল ইসলামের ছেলে।</p> <p>পুলিশ জানায়, সোমবার বিকেলে নালিতাবাড়ী উপজেলার গারো পাহাড়ের ঢালুকোনা এলাকার লোকজন একজন অজ্ঞাত যুবকের লাশ দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে একটি জিডি ও ম্যাসেজ থেকে তার পরিচয় নিশ্চিত হয় পুলিশ।</p> <p>নিহত সোহেল রানার মামাতো ভাই শরিফ বলেন, গত প্রায় চার বছর আগে মা-বাবার সঙ্গে অভিমান করে বাড়ি থেকে বের হয়ে ভারতে যায় সোহেল। কিছুদিন আগে সোহেলের সঙ্গে তার মায়ের যোগাযোগ হয়। সোহেলকে তার মা এবং পরিবারের লোকজন তাকে বাড়ি ফিরে আসতে বলেন। সোহেলও বাড়িতে আসতে রাজি হয়। যেদিন বাড়ি আসবে সেদিন ট্রেনে আসছিল সে। সোমবার  সকালে নালিতাবাড়ী থেকে মোবাইল ফোনে তার পরিবারকে জানানো হয় সোহেল রানা মারা গেছে। </p> <p>এ ব্যাপারে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছানোয়ার হোসেন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহতের পরিবারের লোকজন আসার পরে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।</p>