<p>ভারতের হরিদাসপুর পেট্রাপোল বন্দরে প্যাসেঞ্জার টার্মিনাল উদ্বোধন স্থগিত করা হয়েছে। পাশাপাশি বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানির চার দিনের বন্ধ ঘোষণা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। সচল রয়েছে বাণিজ্য কার্যক্রম।</p> <p>টার্মিনাল উদ্বোধন উপলক্ষে সোম (২১ অক্টোবর) থেকে বৃহস্পতিবার চার দিনের ছুটি ঘোষণা করে পেট্রাপোল বন্দর কর্তৃপক্ষ।</p> <p>বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, আগামী ২৩ ও ২৪ অক্টোবর ঘূর্ণিঝড় ডানা খুলনায় এবং পশ্চিমবঙ্গে আঘাত হানার আশঙ্কায় ভারতের হরিদাসপুর পেট্রাপোল প্যাসেঞ্জার টার্মিনাল উদ্বোধনে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আসতে পারবেন না। এ জন্য উদ্বোধন অনুষ্ঠান স্থগিত করে আমদানি রপ্তানি বাণিজ্য সচল করা হয়েছে। </p> <p>বেনাপোল বন্দরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক (ট্র্যাফিক) রাশেদুল সজিব নাজির জানান, ঘূর্ণিঝড় ডানার কারণে ভারতের হরিদাসপুর পেট্রাপোল স্থলবন্দরে প্যাসেঞ্জার টার্মিনাল উদ্বোধন স্থগিত হওয়ায় দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি সচল রাখা হয়েছে। এবং পরবর্তী কোনো ঘোষণা না আসা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে।</p>